আমাদের কথা খুঁজে নিন

   

যাঁতাকলে আর জে নিরব

ঘটনার সূত্রপাত শুক্রবার, ১৩ই জানুয়ারী, ২০১২। গত কয়েকদিন ধরে এ নিয়ে তুমুল তোলপাড় চলছে পুরো মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ফেসবুক,ব্লগসহ বিকল্প মিডিয়া গুলোতে । বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে দর্শকদের সরাসরি অংশগ্রহনে অনুষ্ঠান “বাংলালায়ন মিউজিক ক্লাব”। যেখানে উপস্থাপনা করছিল “রেডিও টুডে এফ.এম ৮৯.৬” এর জনপ্রিয় আরজে নিরব। অনুষ্ঠান চলাকালে এক পর্যায়ে নাম প্রকাশ না করা একটি মেয়ে ফোন করে আরজে নিরবকে বলে, “তুমি এমন করে আর কতগুলা মেয়ের জীবন নষ্ট করবা? কুত্তার বাচ্চা ভালো হইয়া যা!” ব্যাপারটি হয়তো সেখানেই ধামাচাঁপা দেওয়া যেতো।

কিন্তু সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের কল্যানে বিষয়টিকে আর ধামাচাঁপা দেয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে এখন তুমুল সমালোচনার ঝড় বইছে ফেসবুকের ফ্যান পেইজ গুলোতে। ইউজাররা ও এতে তাদের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। নিরবের ছবির নীচে প্রতারক নিরব লিখে একটি শেয়ার করা লিঙ্ক এখন সবার ফেসবুক আইডিতেই। জনমনে এখন একটিই প্রশ্ন কেনই বা তাকে টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে মেয়েটি এমন কথা বলেছেন।

আবার অনেকে বলছেন ভিন্ন কথা তার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য একটি প্রতারকচক্র এমন করেছে। খবর থেকে পাওয়া এ নিউজ । আপনার কি মনে হয় ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।