আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহ বিলাসঃ আদিখ্যেতার যাঁতাকলে নিষ্পেষিত যুব সমাজ

"আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য । বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

চাকচিক্যেই চমৎকারিত্ব। বিলাসিতা অথবা আদিখ্যেতা। যেভাবেই দেখুন সমস্যা নাই।

জীবনে একবার মাত্র বিয়ে, সেটা জাঁকজমক করে না করলে কি আর ইজ্জত থাকে! সমাজে মুখ দেখাবেন কি করে?

অথচ একবারও কি ভেবেছেন বিয়ের উদ্দেশ্য কি? পারিবারিক বন্ধনের মর্যাদা, সৌহার্দপূর্ণ সম্পর্কের মুল্য, সামাজিক ভারসাম্য সব ধুলায় লুটাচ্ছে শুধু মাত্র আপনার অপরিণামদর্শী বিলাসিতার কারনে! আপনার অঢেল আছে বলে আপনি খরচের পাহাড় গড়ে তুলবেন আর যার নাই সে হাপিত্যেশ করবে। এরকম ভারসাম্যহীন সমাজে অন্যায় আর অনাচার এর ছড়াছড়ি হবেনাত কি বেহেশতি খুরমা খেজুর আর দুধের নহর বইবে?

আদিখ্যেতা দেখাতে গিয়ে বিয়ের বাজেট টা আস্তে আস্তে মধ্যবিত্ত বা নিন্ম-মধ্যবিত্ত পরিবারের জন্যে কোথায় নিয়ে দাড় করাচ্ছেন??? সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা চাকরির জন্যে হন্যে হয়ে ঘোরা যুবক এর চোখে অন্ধকার দেখা ছাড়া আর কি উপায় বাকি রেখেছেন আপনারা? লাখ লাখ টাকার গহনা, ঘর উপচে পরা শপিং, চোখেমুখে ধাঁধা লেগে যাওয়া সাজসজ্জার বহর, হাজার পদের খাবারের আয়োজন.... কত হতে পারে সব মিলিয়ে? কোটি ছাড়িয়ে!!!

কোটি কোটি টাকা খরচ করে একমাত্র ছেলে বা মেয়ের বিয়ে দিচ্ছেন অথচ আপনার এরকম রাজকীয় বিয়েতে ঠিক আপনার পাশের প্রতিবেশীই দাওয়াত পায়নি। "আরে ধুর ঐ লোকের তো আমার অনুষ্ঠানে আসার মত পোশাক ই নাই। " জী এটাই বলতে চাচ্ছিলাম।

বিয়ের বাজার আস্তে আস্তে স্বল্প আয়ের মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে।

যেখানে জীবন জীবিকা নির্বাহ করা মানে কোনরকমে বেঁচে থাকা সেখানে বিয়ে এখন সোনার হরিণে পরিনত হয়েছে।

ফলাফলঃ সমাজে অন্যায় আর অনাচারের ছড়াছড়ি। বিবাহযোগ্য ছেলে বা মেয়ে নিয়ে বাবা মায়ের চোখের জলে ভেসে যাওয়া ছাড়া উপায় নেই। কি উপদেশ দিবেন সেই সকল ছেলে মেয়েদেরকে? "খুব কঠিন ভাবে নামাজ পড় দেখ মনকে কন্ট্রোলে আনতে পার কিনা, না পারলে রোজা রাখো" আপনার এসব উপদেশ ধুয়ে আপ্নিই পানি খান। বিয়ের পথটা ক্রমশ কঠিন করে তুলছেন বিলাসিতার নামে সম্পদের ছড়াছড়ি করে আর আপনি আসছেন আরেকজনকে উপদেশ দিতে?

পরিণতিঃ সেই তুলনায় পার্কার বেঞ্চিতে বসে সারাদিন গুজুর গুজুর করে দিন পার করে দেয়া কি অনেক সহজ নয়? দিন শেষে খরচ- পাঁচ টাকার বাদাম।

আপনারা কি তাহলে যুব সমাজ কে এই ম্যাসেজটাই দিতে চাচ্ছেন?

ফটো কার্টেসিঃ গুগল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।