আমাদের কথা খুঁজে নিন

   

লোকমান হত্যার আসামিরা জোট বেধে ভোটযুদ্ধে! সরকার দলের লোক সবকিছুই করতে পারেন !!

মনের মহাজন খুঁজে ফিরি.... পাল্টে যেতে শুরু করেছে নরসিংদী পৌরসভার উপ-নির্বাচনের ভোটের পরিবেশ। সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বৃহস্পতিবারের মেয়র পদের এ উপ-নির্বাচন নিয়ে উৎকন্ঠা ও আতঙ্ক। যদিও প্রশাসন এ উৎকন্ঠাকে অমূলক বলে দাবি করেছে। জনপ্রিয় পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামিরা একের পর এক জামিনে বেরিয়ে আসায় নরসিংদীর নির্বাচনী মাঠের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। এ হত্যা মামলার জামিনপ্রাপ্ত এজাহারভুক্ত ১১ আসামির সবাই এখন মেয়র হত্যার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজউদ্দিনের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

পৌরবাসীর অভিযোগ, লোকমান হত্যার পর শূণ্য হওয়া মেয়র পদের উপ-নির্বাচনে আসামিরা জোট বেধে ভোটযুদ্ধে নেমেছেন। মেয়র হত্যা ছাড়াও ১৭টি গুরুত্বপূর্ণ অপরাধ মামলার আসামি টিপন কাজীর মতো শীর্ষ সন্ত্রাসীরাও এখন জেলমুক্ত অবস্থায় বীরদর্পে চষে বেড়াচ্ছেন শহরের অলিগলি। সাঙ্গপাঙ্গদের নিয়ে এখন নির্বাচনের সদরে-অন্দরে নানা কর্মকাণ্ডে বেজায় ব্যস্ত তারা। চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোণায় নির্বাচনী এলাকা যেমন সরগরম হয়ে উঠেছে, তেমনি সাধারণ ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে নানা উদ্বেগ-উৎকন্ঠার। দেশব্যাপী আলোচিত লোকমান হত্যাকাণ্ডের আসামিরা সহসা জামিনে বেরিয়ে আসার ঘটনাটি নির্বাচনে বেশ প্রভাব ফেলতে শুরু করেছে।

পৌর এলাকার সাধারণ ভোটারদের আশঙ্কা-যারা মেয়র খুনের আসামি হয়েও মুহূর্তেই বুক ফুলিয়ে বেরিয়ে আসতে পারেন, তাদের ক্ষমতা অনেক। পৌর শহরের ভেলানগর, বেপারীপাড়া ও সদর রোডের বাসিন্দারা অভিযোগ করেছেন, এক প্রার্থীর সমর্থকরা প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন, ‘কাপ-পিরিচ প্রতীকে সব ভোট পড়লেও পাস করবো আমরা। সেই অনুযায়ী সব কাজ গুছিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করছেন তারা। ’ লোকমান হত্যাকাণ্ডের কারণে বহুল আলোচিত হয়ে ওঠা নরসিংদী পৌরসভার উপ-নির্বাচন দেশবাসীর নজর কেড়েছে। সেখানে মেয়র পদে প্রার্থী হয়েছেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান ওরফে কামরুল।

আওয়ামী লীগের হাইকমান্ড থেকে তাকেই দলীয় সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে মাঠে নেমেছেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি, মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম আসামি মোন্তাজউদ্দিন ভূঞা। অন্যান্য মেয়র পদপ্রার্থী হ আওয়ামী লীগ সমর্থক হাজি আফজাল হোসেন, আওয়ামী লীগ সমর্থক আমজাদ হোসেন ভূঁইয়া, জাকের পার্টির সমর্থক আরিফুল ইসলামও নির্বাচনী মাঠে রয়েছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কামরুজ্জামান কামরুল (প্রতীক কাপ-পিরিচ) ও আওয়ামী লীগ নেতা মোন্তাজউদ্দিন ভূঞার (আনারস প্রতীক) মধ্যেই মূল ভোটের লড়াই হবে বলে ভোটারদের ধারণা। অপর প্রার্থী বিএনপি সমর্থক মোছাব্বির আহমেদ নাসির (প্রতীক দোয়াত কলম) মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

দলের সহযোগিতা না পাওয়ায় তিনি নিজেকে প্রত্যাহার করেছেন বলে জানান। যদিও শোনা যাচ্ছে, মোন্তাজ উদ্দিন ভূঞার সমর্থনে তিনি নির্বাচন থেকে সরে গেলেন। এদিকে মেয়র লোকমান হত্যা মামলার প্রধান আসামি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহাম্মেদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহাম্মেদ বাচ্চু সহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ শাজাহান ৪ আসামি মন্ত্রীর ভাই বাচ্চু, আমির হোসেন আমু, হিরন মিয়া ও মামুনের জামিন মঞ্জুর করে। এর আগে সকালে ১দিনের পুলিশি রিমান্ড শেষে আসামি রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহাম্মেদ বাচ্চু, আমির হোসেন আমু ও মামুনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করানো হয়।

এ সময় আসামি পক্ষের আইনজীবী অ্যাড. ইউনুস সহ ১০ জন আইনজীবী তাদের জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষে কোর্ট পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ৩ দিনের রিমান্ডের আবেদন জানান। বিজ্ঞ বিচারক শুনানি শেষে রিমান্ড ও জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান সহ প্রায় ২০ জন আইনজীবী জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ শাজাহানের আদালতে আসামিদের জামিনের আবেদনের আপিল করেন। পরে আসামিদের পক্ষের আইজীবীদের আপিল আবেদনের প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ শাজাহান মেয়র হত্যা মামলার যাবতীয় নথিপত্র পর্যালোচনা করে মন্ত্রী রাজুর ভাই আসামি সালাউদ্দিন বাচ্চু সহ ৪ আসামির জামিন মঞ্জুর করেন।

গত ১৫ জানুয়ারি রোববার এজাহারভুক্ত মন্ত্রীর ভাই সহ ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে ১৬ জানুয়ারি অপর এজাহারভুক্ত আসামি মনোয়ার হোসেন মঈনের জামিন মঞ্জুর করেন আদালত। সালাউদ্দিন বাচ্চুর জামিনের খবর আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মীরা আদালতপাড়ায় ভিড় জমান। পরে মন্ত্রী রাজুর ভাই ও লোকমান হত্যার প্রধান আসামি সালাউদ্দিন বাচ্চুকে স্বাগত জানাতে কারাগারের সামনে শত শত নেতাকর্মী ভিড় জমান। পরে বাচ্চুর সমর্থকরা শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করেন।

এ নিয়ে এ পর্যন্ত মন্ত্রীর ভাই ও এপিএসসহ এজাহারভুক্ত ১১ জন জামিনে ছাড়া পেয়েছেন। কারাগারে আছেন এজাহারভুক্ত আসামি আশরাফুল সরকার। পলাতক আছেন ৩ নং এজাহারভূক্ত আসামি ও শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন ওরফে মোবা, বিএনপি নেতা ও ৫ নং এজাহারভুক্ত আসামি নুরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান ও সাবেক দুই ভিপিসহ ৪ জনের একদিনে জামিনে হয়েছে। জামিন প্রাপ্তরা হলেন ডাক মন্ত্রী রাজি উদ্দিন আহাম্মেদ রাজুর একান্ত সহকারী (এপিএস) মাসুদুর রহমান মুরা, সাবেক পৌর চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সহ-সভপতি আব্দুল মতিন সরকার, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ও শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মিঞা মোঃ মঞ্জুর, এজাহার বহির্ভুত আসামি মাসুদ পারভেজ টিপ্পন ও মনোয়ার হোসেন মঈন। শহর আওয়ামী লীগের সভাপতি ও এজাহারভুক্ত ৪ নং আসামি মোন্তাজ উদ্দিন ভূইয়া ও এজাহার বহির্ভুত আসামি কাজী নূরে আলম ওরফে কাজী আলম জামিনে মুক্তি পান।

গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। হাইকমান্ডের সিদ্ধান্ত মানছেন না জেলার নেতারা দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ বেশ কিছু নেতা এখন মোন্তাজউদ্দিনের পক্ষেই ভোট প্রার্থনা করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর চার এমপি কামরুজ্জামান কামরুলের পক্ষে গণসংযোগ করলেও ডাক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু সমর্থন করছেন মোন্তাজউদ্দিনকে। তার পক্ষে নির্বাচন করতে নেতৃস্থানীয়দের ফোন করে তিনি চাপ দিচ্ছেন-এমন ফোনকলের রেকর্ডিং এখন নরসিংদীতে অনেক মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক এমপি সাজাহান সাজু, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু ও জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বাংলানিউজকে অভিযোগ করেন, মন্ত্রী রাজু ঢাকায় বসেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের লোকমান হত্যা মামলার আসামি মোন্তাজউদ্দিন ভূঞার পক্ষে প্রচারণায় নামার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুজ্জামানের পক্ষে কাজ করলে পরে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি, সদ্য নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘পৌর মেয়র নির্বাচন দলীয় সমর্থন পর্যায়ের না। ক্লিন ইমেজের অধিকারী মোন্তাজউদ্দিন ভূঞা একজন জনপ্রিয় নেতা। বিদ্রোহী প্রার্থী হলেও তার পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন-এতে বাধা দেওয়ার কিছু নেই।

’ একে একে বেরিয়ে এলেন তারা পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ডের মূল আসামিরা একই স্টাইলে আত্মগোপন থেকে সরাসরি কোর্টে হাজির হন, আত্মমসমর্পণ করেন এবং এক-দু’দিন রিমান্ডে কাটিয়ে বীরদর্পে জামিনে বেরিয়ে আসেন। এমনকি ওই মামলার প্রধান আসামি মন্ত্রী রাজুর ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুসহ পাঁচ আসামি গত শনিবার নরসিংদীর আদালতে একযোগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এ নিয়ে নির্বাচন পূর্ব তিন সপ্তাহের মধ্যেই এজাহারভুক্ত ১১ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। তাদের অনেকেই এখন জামিনে বেরিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচন প্রস্তুতি সম্পন্ন নির্বাচনের রিটার্নিং অফিসার মু. আবদুল অদুদ জানান, নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে।

ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চারটি মোবাইল টিমের সার্বক্ষনিক নজরদারির পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, নরসিংদীর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ১৯ জানুয়ারি বৃহস্পতিবার নরসিংদী পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.