View this link
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নরসিংদী: জেলা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। তার বুকে-পেটে ও হাতে অন্তত ৫টি গুলি লাগে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম সাংবাদিকদের লোকমান হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তবে ঢামেক চিকিৎসকরা এখনো মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
তাকে ঢামেক-এর অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। ওটির বাইরে নরসিংদীর সাংসদ নজরুল ইসলাম হিরুও অবস্থান করছেন। এছাড়াও হাসপাতাল চত্ত্বরে ভিড় করেছে অনেক নেতা-কর্মী।
মঙ্গলবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন লোকমান হোসেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে লোকমানকে নরসিংদী সদর হাসপাতালেও নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ডা. মোঃ আবদুল্লাহ আল বাকী বাংলানিউজকে জানান, তার বুকের বামপাশে দু’টি, পেটে দু’টি এবং বামহাতে একটি গুলি লেগেছে।
নরসিংদী প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি দলীয় সভা করার সময় গুলিবিদ্ধ হন লোকমান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সভা শুরু হলে রাত ৮টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি করে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত খুব দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, মুখোশধারী ৭/৮ জনের দুর্বৃত্তদল তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় নরসিংদী শহরে দোকানপাট বন্ধ করে দিয়েছে লোকজন। চরম আতঙ্ক বিরাজ করছে শহরজুড়ে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।