আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস

সৌন্দর্যে পূর্নচন্দ্রে কুত্রাপি নাস্তি, পরিপূর্নতা অপরিপূর্নতা অস্তি। আমার ম্যাচের কাছেই বস্তির মত ঘরে কিছু লোক বাস করে। তাদের ঘরের পাশের রাস্তায় কিছু বাচ্চা কাচ্চা খেলা করে। আজ মনের আনন্দে তাদের সবাই কে চকলেট খাওয়াচ্ছিলাম। হটাৎ এক মহিলা বেরিয়ে এসে আমায় বলল.................. ("এই পোলা তোর নাম কি, বাসা কই।

আইজক্যা চকলেট খওয়াবি, আরাক দিন কবি গাড়িতে ওঠ। ধইরা লইয়া যাবি অগো। তোর মতলোব কি হেইয়া। হ্যঁ ?" ইত্যাদি ইত্যাদি। ) আমি কষ্ট পেলেও সত্য যে................. মানুষের প্রতি মানুষের এ অবিস্বাশ আমরাই তো আমাদের চরিএকে কলুষিত করে, ধিরে ধিরে সৃষ্টি করেছি।

তাই নয় কি????????????? (পাথর) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.