আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র হাসপাতালে

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা হাসপাতালটিকে ওরা ভেঙ্গেচুরে নিয়ে গেল কবরস্থানে এখানে অসুস্থ, জরাজীর্ণ রোগীরা জরো হতো পুঁজ, ব্যবহৃত সার্জারি সরঞ্জাম পরে থাকতো যন্ত্রতন্ত্র একটি সভ্যদেশে এগুলো মানানসই নয় এখানে শপিং মল হবে, সিনেস্কোপ হবে। মানবিক মূল্যবোধ মানবাধিকার গ্রহণযোগ্য নয় অর্বাচিন অস্থিরতা আর যান্ত্রিক যন্ত্রণা সহ্যযোগ্য নয় এখানে শুধু সরকারী দলের নেতারাই পুজনীয় হবে তাদের ছাত্রী, নারী শিল্পী, অভিনেত্রীরা মনোরঞ্জন করবে আর বাকীরা থাকবে মাথা নত করে। গণতন্ত্র আমাদের শেখাচ্ছে, মুখ বন্ধ রাখো চোখ খোলা রাখো, অসুবিধা নেই- মনে রাখো প্রতিটি দখল, সন্ত্রাস, সভ্রমহানী তাদের অধিকার নিরঙ্কুশ গণতন্ত্র, ফণা তোলে, ছোবল দেয় সেই বিষে জর্জরিত জনতা কেবই ঝিমুয়। প্রতিটি হাসপাতাল যাবে কবরস্থানে তাহলে গণতন্ত্রের চিকিৎসা হবে কোথায়? সর্বনাশা আগ্রাসী পুঁজিবাদ ওকে গিলে ফেলেছে একটি হাসপাতালও অবশিষ্ট থাকবেনা থাকবে না কোন ব্যক্তির স্বাধীনতা। তারিখ: ১৪-১-১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.