খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
গণতন্ত্রের নামে দেশটাতে হচ্ছে কি
গণতন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র গণতন্ত্র
গণতন্ত্র গরীব মারার মন্ত্র ।
গণতন্ত্রের নামে
রাজ পথে জ্বলছে আগুন,চলছে ভাংচুর
গণতন্ত্রের নামে
হরতাল অবরোধে পঙ্গু শহর ।
গণতন্ত্রের নামে অশান্ত কারখানা
শ্রমিকের হাতে লাঠি
গণতন্ত্রের নামে
আবার শুরু হলো লাশের রাজনীতি।
গণতন্ত্রের নামে সংসদ বয়কট
সুক্ষ্ম কারচুপির ভোট
গণতন্ত্রের নামে সবায় বাঁধছে জোট ।
গণতন্ত্রের নামে
বোমাবাজি আর গ্রেনেডের আঘাতে বিচূর্ন বক্ষ
গণতন্ত্রের নামে
মামলা হামলায় জর্জরিত প্রতিপক্ষ ।
গণতন্ত্রের নামে মরলো নূর হোসেন
রক্তে ভাসলো রাজপথ
গণতন্ত্র রক্ষার শপথে
জোটে স্বৈরাচার
গণতন্ত্রের নামে পূর্নবাসিত রাজাকার ।
গণতন্ত্রের নামে
আতোত্য়ীর গুলিতে ঝরছে প্রান
লাশ নিয়ে রাজপথে হচ্ছে শ্লোগান ।
গণতন্ত্রের নামে কালো টাকা আর দূর্নীতি
নেতারা সমাজপতি
দিন দিন
গণতন্ত্রের নামে ব্যাংকগুলোতে বেড়ে যাচ্ছে ঋন ।
হায়রে দেশ হায়রে গণতন্ত্র!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।