যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। লুভ দেখতে ন্যুনতম ৩ মাস সময় দেয়া উচিৎ। আমি পেয়েছিলাম ২ ঘন্টার উপরে কিছু সময়। যতটা দেখেছি তার বেশিরভাগই ক্যামেরায়।
আর আফসোসটুকু বয়ে বেড়াচ্ছি ভেতরে ভেতরে।
লুভে ঢোকার মুখে
এই দালান কাঠামোগুলো খুব অপরিচিত নয়
লুভ, আসছি আমি
প্রাক্তণ রাজপ্রাসাদ পরিবর্তন করে বানানো হয়েছে জাদুঘর
সে এক বিশাল চত্তর
বিখ্যাত গ্লাস পিরামিড
এর নিচ দিয়েই যেতে হয় জাদুঘরে
সামনেই ফোয়ারা
ভেতর থেকে দেখা পিরামিড
আহ! লুভ, বেশ অনেকটুকু পথ হাঁটতে হয়
পৌছে যাচ্ছি জগতের লুন্ঠনের ইতিহাস দেখতেও
রোমান ভাষ্কর্য
দেয়াল জুড়ে বিশ্ববিখ্যাত সব চিত্র
ছাদ জুড়েও
যদি বসে থাকতে পারতাম আরো কিছুক্ষণ
এই হলরুমে হেঁটে চলা
বিখ্যাত সব চিত্রকর্ম
পশ্চিমা ইতিহাসের শিল্প বয়ান
আরো গভীরে
চিনতে পারেন এই ছবিটাকে?
হেই নেপোলিয়ান
ঐ তেরি, ডাকাতি কৈরা ভালৈ বানাইছে
কাঠামো আর কাঠামো
প্রেমের ভাষ্কর্য
এটাও গ্রীক
চলো যাই মোনালিসা দেখি
কি দেখা যায়? কাকে দেখ?
লুভ এর সেলিব্রিটি
আমিও যাই কাছে
দেখি তোমাকে। সবার মতই আমারো মনে হল এত ছোট একটা চিত্রকর্ম আর এতই তার প্রভাব। মজা হল ঘরের যে কোন কোণা থেকেই দেখেন না কেন মনে হবে মোনাসিলা আপনার দিকে তাকিয়ে আছে।
এবার আসি তাহলে প্রিয়া
উড়ে যাওয়া পাখি হওয়াই আমার জীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।