আমাদের কথা খুঁজে নিন

   

মোনালিসার মডেল পুরুষ!

বিখ্যাত চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’র পেইন্টিং-এর জন্য নতুন এক তত্ত্ব দিয়েছেন ইটালিয়ান আর্ট হিস্টোরিয়ান সিলভানো ভেনসেটি। বিভিন্ন সময় গবেষকরা মোনালিসা পেইন্টিং-এর মডেল হিসেবে বিভিন্ন জনকে দাঁড় করালেও সিলভানো ভেনসেটির দাবী, মোনালিসা-এর মডেল ছিলেন একজন পুরুষ। খবর ইয়াহু অনলাইন-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বিভিন্ন সময় গবেষকরা তত্ত্ব দাঁড় করিয়েছেন মোনলিসার মডেল ফ্লোরেন্টিন মার্চেন্ট এর স্ত্রী লিসা জেরারদিনি, অ্যারাগোনের ইসাবেলা এমনকি চিত্রকর লিওনার্দো নিজেও হতে পারেন। তবে, সম্প্রতি সিলভানো ভেনসেটির দাবী, মোনালিসা-এর মডেল ছিলেন চিত্রকরের প্রেমিক পুরুষ জিয়ান জিয়াকোমো ক্যাপরোটি।

তিনি ‘সালাই’ নামেও পরিচিত। সিলভানো ভেনসেটি জানিয়েছেন, সালাই ছিলেন লিওনার্দো দ্যা ভিঞ্চির প্রিয় একজন মডেল। আর সালাই এর চারিত্রিক বৈশিষ্ট্যও মোনালিসা পেইন্টিং এর মাধ্যমে তুলে এনেছেন। এমনকি ভিনসেটি মোনালিসার নাক এবং মুখের গঠনের সঙ্গে সালাই এর মিল থাকার কথাও জানিয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি, ভিনসেটি মোনালিসা পেইন্টিং-এর মধ্যে নতুন বৈশিষ্ট্য খুজে বের করেছিলেন।

তিনি মোনালিসার বাম চোখে ইংরেজি অক্ষর ‘এস’ এবং ডান চোখে ইংরেজি অক্ষর ‘এল’ খুঁজে পেয়েছিলেন যা খালি চোখে মোটেই ধরা সম্ভব নয়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেবল ভিনসেটিই নয়, এর আগেও অনেক বিশেষজ্ঞই সালাই মডেলের সঙ্গে ভিঞ্চির যোগসূত্র খুঁজে পেয়েছিলেন। ভিনসেটি আরো জানিয়েছেন, কেবল মোনালিসায় নয় ভিঞ্চির আঁকা ‘সেইন্ট. জন দ্যা ব্যাপটিস্ট’ও সালাই এর সঙ্গে যোগ আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।