আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল এল নিয়ে জ্বর জ্বর লাগতেসে , আপনার কি অবস্থা ?

ভারত ও পাকিস্তান বিরোধী বিপিএল হইতেসে ফেব্রুয়ারী থেইকা । কিন্তু উত্তেজনা তো এখন থেইকাই শুরু হইয়া গেল । আমাদের দেশের ক্রিকেট ক্রেয যে লেভেলের তাতে এটা হিট হইবই । দেশের পোলাপাইন যদি ফাটাই তে পারে তাইলে আর দেহে কে । সমস্যা হল চিয়ারলিডার নিয়া ।

আমার মনে হয় দেয়া উচিত তবে আবার IPL এর মত Indian Prostitutes League যেন না হয় । তবে ক্রিকেট হইল ক্রিকেট । খেলার গরম খেলার কাছে । এখানে চিয়ারলিডার রা তেমন কিছু না । ম্যাচ বোরিং হইলে এদের দিয়া কোনও কাম হয় না ।

যাই হোক , খালি তামিম এর আগের খেলা দেখতে চাই । মাহমুদ, নাসির এইগুলা যেন ভালো কইরা ছয় মারা শিখে । ৮০ টা পোলাপাইন দেশের । সেইরম কিছু দেখতে চায় দেশি পোলাপাইন দের কাছে । ফাটা মামারা বিপিএল এর fb লিঙ্ক https://www.facebook.com/BPLT20.31dec2011 মায়ের কিরা আমার পেজ না ।

তবে সবচে হিট পেজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।