এখানে দিন-রাত্রি সমান
প্রথমে কাঠগড়া তারপর প্রিজনভ্যান এবং শেষে উঁচু দেয়াল ঘেরা কয়েদখানা। যাত্রার শুরু মগবাজার থেকে, যাত্রার শেষ নাজিমুদ্দিন রোডে। ঘাতক গোলাম আযম এখন কারাগারে।
এ দৃশ্য দেখার অপেক্ষাতেই তো ছিল জাতি। এ দৃশ্যের তুলনা হয়না; এ অনুভূতির কোন বিশেষণ নেই।
এ দৃশ্য তুলনারহিত, এ অনুভূতি বিশেষণহীন। ৪০ বছরের এই বাংলাদেশে এটাই সর্বোত্তম দৃশ্য।
৩০ লক্ষ শহীদের আত্মা আজ জেগে উঠেছে। আমি তাদের অনুভব করছি। তাদের চোখে অশ্রু, তাদের মুখে হাসি।
তারা আজ গোলাম আযমকে পরিহাস করছে।
জাতি গোলাম আযমের বিচার চায়, শহীদের আত্মা এই ঘাতকের প্রাপ্য শাস্তি চায়।
আমরা এই রক্তচোষার পরিণতি দেখার অপেক্ষায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।