আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তোকে মিস করছি ভীষণ

আমি নিজের সম্পর্কে লিখতে গেলেই অসম্ভব নার্ভাস ফিল করি। মানুষ নিজের ব্যাপারে বড়ই প্রশংসাশীল জীব। কে জানে নিজের অজান্তেই নিজের কি প্রশংসা করে ফেলি। ____________________________________ গলার কাছে পাকিয়ে দলা, আবেগগুলো করছে খেলা। সাত সমুদ্দুর তের নদী, পলক ফেলেই পার হতাম যদি? অনেক কাছের মানুষগুলো, তুচ্ছ যেন পথের ধুলো।

কার আগে কে চলে যাবে, এইকি লড়াই চলছে ভবে? না হোক দেখা একটুখানি, মনটা তোমার কাছেই জানি। _____________________________________ ছড়ার আদলে লেখা এই কথাগুলো হঠাৎ করেই এই মাঝরাতে বের হয়ে আসলো গলার কাছে আটকে যাওয়া কান্নার বহিঃপ্রকাশ হয়ে। আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি এখন মরণব্যাধি লিউকেমিয়ার সাথে লড়ছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। একটুকু সময়ের জন্য মুখটাও দেখতে পারছিনা বন্ধুটার, সহযোগিতা তো পরের কথা। অসম্ভব অসহায় লাগছে নিজেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.