আমাদের কথা খুঁজে নিন

   

.....বিচি বলেছেন-'ছাত্রলীগ এ কাজ করতে পারে বিশ্বাস করি না' !!

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। বাংলাদেশের কতিপয় আ’লীগ গাছের বিচি (রুপক অর্থে ব্যবহৃত) বলছেন- ‘ছাত্রলীগ এ কাজ করতে পারে বিশ্বাস করি না’। আপাতঃ দৃষ্টিতে ইনাদের বক্তব্য হচ্ছে কতিপয় শিবির, জামায়াত ছাত্রলীগে ঢুকে পড়েছে, তারাই ছাত্রলীগের দুর্নামের জন্য এসব কাজ করছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর (আ’লীগ গাছের বিচি হউয়ার খুব সম্ভাবনা আছে)—বলেছেন, ছাত্রলীগ এ কাজ করতে পারে তা আমি বিশ্বাস করি না।

তিনি বলেন, ‘ছাত্রলীগ জড়িত বলে যে অভিযোগ বিভিন্ন মিডিয়ায় করা হচ্ছে তা অপপ্রচার। ’ জাবি ক্যাম্পাসে জুবায়ের হত্যাকাণ্ডে ছাত্রলীগ জড়িত নয়, সংগঠনের কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির এ বক্তব্যের সাথে একমত পোষণ করে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তাদের কোনো কার্যক্রম নেই। ’ প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের সাবেক কর্মী জুবায়েরকে রোববার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম ................................................................................................ এখন প্রশ্ন :-(এমন হাজারো প্রশ্ন সাধারন মানুষের আছে) ১। যে দলকে আপনারা জানেন না, চেনেন না (দলের কার্যক্রম কি, দলের সদস্য কারা—জামাত শিবির...?)সেই দল ছাত্রলীগকে আপনাদের সরকার ও দলঃ- ‘আ’লীগ’ নিয়ন্ত্রন করছে না কেন? ২। নিয়ন্ত্রন যদি না করতে পারেন তাহলে নির্মুল করছেন না কেন? ***তবে তথাকথিত ছাত্রদল ও জামাত শিবির নিয়ন্ত্রনে আপনাদের সরকার সাফল্য অনস্বীকার্য......এই পদ্ধতিটাই কী ছাত্রলীগের ক্ষেত্রে অবলম্বন করা যায় না? ৩। ছাত্রলীগ ছাত্র তথা দেশের জন্য কী করে এবং তাদের কাজ কী? ৪। দেশের সবচেয়ে ক্ষমতাবান ছাত্র সংগঠন কখনো কী ছাত্রদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে ......?***(১.এই যে ছাত্রদের বেতন ফি বারবার বাড়ছে, ২.ছাত্রীরা নিপীড়িত হচ্ছে, ৩.নিজের ভার্সিটি ক্লাস বাদ দিয়ে প্রাইভেট ভার্সিটিতে শিক্ষকরা ক্লাস নিচ্ছে, ছাত্রদের উপর সন্ত্রাসীদের নিপীড়ন, ৪.হলের সীট নেই......, এরকম ১০০০ কারনের কোনটির বিরুদ্ধে ছাত্রলীগ কখনই কোন কাজ করেছে???)।

৫। একের পরপর এক হামলা নিপীড়ন***যেমন অতি সম্প্রতি ১.কুয়েটে ছাত্রলীগের তান্ডব ২.বুয়েটে ছাত্রলীগের হামলা ৩.জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দাবি আদায়ের বিরুদ্ধে হামলা ৪.জাবি তে ছাত্রহত্যা...... এগুলোতে ছাত্রলীগ অপরাধ বাদে, আপনারা কি জামাত শিবির ও যুদ্ধাপরাধিদের বিচার বাধাগ্রস্ত হওয়া ছাড়া আর কিছু খুজে পান না? ***উল্লেখ্য আমি এখনকার ছাত্রলীগের কথা বলছি, এর সাথে বংগবন্ধুর আমলের কোন সম্পর্ক নেই। ******আর এখনকার যারা আ’লীগ ও ছাত্রলীগ সমর্থক তারা দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.