আমাদের কথা খুঁজে নিন

   

হেরে গেছো তুমি

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়।

আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই এই তিরিশ বছরে কতবার ভেবেছো তুুমি আমাকে কত রাত কাটিয়েছো বিনিন্দ্রায়, কতটা চোখের জলে ভেসেছো তুমি; ভালোবাসা এতোটাই সহজ যে রঙিন পালের নৌকায় জীবনের স্বপ্ন বুনে যাওয়া! তোমার জগৎ থেকে এই দীর্ঘ জীবনে কতটা দিন ছিঁটকে পড়েছো তুমি অন্ধকারে, যেখানে আমার ঠিকানা। যেখানে সুখের পায়রাগুলো অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকে নিদারুণ যন্ত্রণায়! তুমি বলতে না? ভালোবাসা মরে না কোনদিন। আমিও বলি, ভালোবাসা শিশিরের মতোই ¯িœদ্ধ। এখনও কি সে রকমই ভাবো? অবকাশ আছে কি এক মুহূর্ত সেই ভালোবাসার দিনগুলোয় যাওয়ার? এসব নেই, তোমার সুখের বাগান সে কথা বলে না। তুমি যখন হাঁটো, যখন তাকাও, হাতে ধরো হাত উষ্ণতা বলে দেয়, তোমার সে সময় নেই।

অতএব এখানটায় তোমার পরাজয়... ৯ জানুয়ারি, ২০১২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।