দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
সামরিক কারাগারে নারীদের জোরপূর্বক কুমারীত্ব পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন মিসরের একটি আদালত। সামিরা ইব্রাহিম নামের এক নারীর করা মামলার পরিপ্রেক্ষিতে কায়রো প্রশাসনিক আদালত গত মঙ্গলবার এ রায় দেন। মানবাধিকারকর্মীরা রায়কে স্বাগত জানিয়েছেন।
সামিরা অভিযোগ করেন, গত মার্চে সরকারবিরোধী আন্দোলনের সময় তাহরির স্কয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর সামরিক কারাগারে কুমারীত্ব পরীক্ষায় বাধ্য করা হয় তাঁকে।
মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে, শাস্তির অংশ হিসেবে সামরিক কারাগারে ব্যাপকভাবে কুমারীত্ব পরীক্ষার প্রচলন রয়েছে। অভিযোগ রয়েছে, সামিরার পাশাপাশি সময় আরো কয়েকজন বিক্ষোভকারী নারীকেও গ্রেপ্তারের পর কুমারীত্ব পরীক্ষার মুখোমুখি করা হয়।
কায়রো প্রশাসনিক আদালতের প্রধান বিচারক আলী ফেকরি রায়ে বলেন, 'সামরিক কারাগারে বন্দি নারীদের কুমারীত্ব পরীক্ষা বন্ধের নির্দেশ দিচ্ছেন আদালত। ' এ সময় আদালতে উপস্থিত কয়েক শ মানবাধিকারকর্মী ও বিক্ষোভকারী উল্লাস প্রকাশ করেন। সূত্র : বিবিসি।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।