বিশ্বের সকল মুসলমান ও বাঙ্গালী নারীদেরকে আমার মাতৃক সম্মাননা, একজনকে ছাড়া। সবার প্রতি আমার আকুল আবেদন "আপনারা ইসলামিক বই পড়ুন, নারীদের জীবন যাপনের পদ্ধতি অনুযায়ী চলতে চেষ্টা করুন, পুরুষদের সমান অধিকার চাওয়া বন্ধ করুণ"। নিচে কিছু যুক্তি দেওয়া হল:
১। নারীদের অধিকার পুরুষদের চেয়ে বেশী। যেমন: ঘরের আয়,বাজার, বাচ্চাদের কোন স্কুলে ভর্তি - এমন অনেক বড় বড় সিদ্বান্ত পুরুষদের নিতে হয়।
অন্যদিকে নারীরা তার সংসারের সকল দায় দায়িত্ব দেখাশুনা করে, আর সেজন্য যা লাগবে তা পুরুষকে আদেশ করে।
২। সোনা খুব দামি বস্তু বলেই যেখানে সেখানে রাখা যায় না, তেমনি "মা" তথা নারীরা খুব দামি বলেই পুরুষ মত কঠিন কাজ করতে দেয়া হয় না।
সরি আন্টিরা, আপারা ও ছোট বোনেরা- আমি কোন জামাত বা তাবলিগ পার্টির লোক না। বিভিন্ন ইসলামিক কথা বার্তা শুনেই এ কথা গুলো বললাম।
খারাপ লাগলে মাফ করবেন তবে অবশ্যই ইসলামি বই পড়বেন। আর ভাল লাগলে ত ভালই..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।