আমাদের কথা খুঁজে নিন

   

এ যুগের নারীদের মন

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক। এ যুগের নারীদের মন হচ্ছে লোকাল বাসের মতো, উঠানোর সময়ে খুব মিষ্টি স্বরে ডাকে- 'আসেন ভাই আসেন, সিট খালি', বাসে পা দিতেই দেখা যায় ভেতরে ভিড়- তোমার ঘরে বসত করে কয় জনা মন জানোনা। নামানোর সময়েও পারলে বাসের কন্ডাকটারের মতো ধাক্কা দিয়ে নামিয়ে দেয়, জুতা মেরে গরু দানেরমতো বাসের কন্ডাক্টার নামানোর সময়ে বলে- 'ভাইমইরেন না, বাম পা আগে দিয়া নামেন', মেয়েরাও নামিয়ে দেয়ার সময় এমনি করেই বলে- 'প্লীজ নিজের জীবনটা নষ্ট কইরো না, ভালমতো চলিও!(collected from FB)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।