হৃদয়ে থাকুক বসন্ত ব্লগে ব্যাক্তিআক্রমনের নোংরামি শুরু হয়েছে। একদল লোক মিলে কয়েকজনকে টার্গেট করে পোষ্ট দিচ্ছেন। আরেকদল এসে, নোংরামি বন্ধে অনুরোধ করে যাচ্ছেন এবং সিন্ডিকেট ট্যাগ খেয়ে যাচ্ছেন। যাদের নিয়ে কথা হচ্ছে, তাদের নিয়ে আমারো কিছু কথা বলার আছে।
শিপু ভাইঃ
ঘরের খেয়ে বনের মোষ তাড়ান।
ব্লগারদের যেকোনো একটিভিটিতে সবার আগে হাজির হয়ে যান। অন্যরা যেখানে আসবো বলে, আসেনা। শিপু ভাই আসেন। সব ব্লগারদের সাথে আন্তরিকতা দেখান। প্রান খুলে হাসেন।
আড্ডা মাতিয়ে রাখেন। কোনো একদিন ভুল করে ব্লগারদের একটিভিটি ভেবে একটা মানববন্ধন এ যান। পরে দেখা যায়, সেটা ছাগুদের ছিলো। উনার অপরাধ? মানুষকে বিশ্বাস করা। সরলমনে সব কথা বলা।
ব্লগারদের সাথে আড্ডা দেয়া। উনার অফিসে ব্লগারদের জন্য সর্বদাই দরজা খুলে দেয়া। বিনিময়ে কি পাচ্ছেন? সেটা গতকয়েকদিন ধরে সবাই দেখলেন। আমার একটা পোষ্টে ব্লগার মাথা ঠান্ডা এর একটা কমেন্টস দেখেন। আর বলেন, শিপু ভাই কি?
মাথা ঠান্ডা বলেছেন: সবাকের আহবানে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে শিপু ভাই-
জগন্নাথ ইস্যুতে এক্টিভিস্টদের সমাবেশে শিপু ভাই।
যে সমাবেশের জন্য আসিফ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। ঐ সমাবেশের পর শিপু ভাইকে আসিফের সাথে দাঁড়িয়ে পেপসি ও সিগারেট খেতে দেখা যায়।
নাস্তিক আসিফ মহিউদ্দিনের মুক্তির দাবীতে সমাবেশ হয় জাতীয় জাদুঘরের সামনে। নেতৃস্থানীয়দের মধ্যে শিপু ভাইকে দেখা যায়। (হায় হায় শিপু ভাই নাস্তিক হয়ে গেল)
ফেলানী হত্যার প্রতিবাদে শিপু ভাই মানব বন্ধনে অংশ নেয়।
সবাক, পারভেজ আলমদের সাথে কাধে কাধ মিলিয়ে "ইভ টিজিং বিরোধী পোস্টারিং" কার্যক্রমে অংশ নেয়।
সামুর ব্লগারদের ব্যানারে "শীত বস্ত্র বিতরন কার্যক্রম২০১০" এর নেতৃত্ব দিয়েছেন শিপু ভাই। যা ছিল সামুর ইতিহাসে সবচেয়ে বড়।
২০১০ ও ২০১১ এর সামুর বিজয় র্যালীতে তাকে উজ্জ্বল ভাবে দেখা যায়।
ব্লগারদের বিভিন্ন আড্ডায় শিপু ভাই অংশ নেন এবং নতুন ব্লগারদের উতসাহ দেন।
"ব্লগ ফিল্ম" নামের আনকোরা এক ধারনার প্রবর্তন করেন শিপু ভাই। শুধুমাত্র ব্লগে একটা পোস্ট করার জন্য তার এই খাটুনি প্রমান করে সামু ও এর ব্লগারদের প্রতি তার ভালোবাসা।
ভাল মানুষের কপালে কিছু লাঞ্চনা থাকবেই।
আমরা সাধারন ব্লগাররা ভাল মন্দ বুঝি।
এইবার বলেন, শিপু ভাইয়ের কি শাস্তি হওয়া দরকার? দিন শাস্তি দিন।
আরো কিছু নোংরা গালিগালাজের পোষ্ট দিন। শিপু ভাইকে তার আন্তরিকতার যোগ্য শাস্তি দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।