সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। জনগণ যা চায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজেই নির্বাচন-পদ্ধতি নিয়ে সংলাপ করে সমাধানে আসতে হবে।
আজ শুক্রবার বেইলি রোডের বাসায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সঙ্গে মতবিনিময়কালে ড. কামাল এসব কথা বলেন।
গণফোরামের এই নেতা বলেন, দেশের ১৬ কোটি মানুষ ও আট কোটিরও বেশি ভোটার, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। তারা কখনোই কোন সংঘাত চায় না।
ড. কামাল হোসেন বলেন, একদল বলছে অন্তর্বর্তীকালীন সরকার, আরেক দল বলছে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন। কিন্তু সব দলকেই ছাড় দিতে হবে। এখনো চার মাস সময় আছে।
নির্বাচন-পদ্ধতি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
সংবিধান অনুযায়ী সবকিছু হবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে প্রথম সংবিধান প্রণয়ন কমিটির প্রথম সভাপতি বলেন, ‘এরশাদের পতনের সময় মওদুদ আহমেদও সংবিধানের দোহাই দিয়েছিলেন। ১৯৯৬ ও ২০০৮ সালে খালেদা জিয়াও সংবিধানের দোহাই দিয়েছিলেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। জনগণ যা চায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।