হয়তোবা মুসলমান মুসলমান ভাই-ভাই! ধর্মমতে আমিও তাই মানি! কিন্তু তবুও পাকিস্তানের উমর গুলের বোলিঙে অলক কাপালি ব্যাটিং করলে আমি সবসময়েই অলকের ছক্কা দেখতে চাইব! বাইরের যেকোন মুসলিম কবির সাথে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের নির্মলেন্দু গুণ যেন শ্রেষ্ঠ হন সেটাই চাইব! অর্থাৎ আমার কাছে অন্য দেশের মুসলমান 'ভাইয়ের' চেয়ে নিজ রাষ্ট্রের অন্য ধর্মালম্বী অধিক সমর্থনের! আমার কাছে আমার বাঙালি জাতিসত্ত্বা, বাংলাদেশি জাতীয় চেতনা অধিক মূল্যবান! বাইরের দেশের, ভিনজাতি মুসলমানের চেয়ে আমার পাশের বাড়ির অন্য ধর্মের মানুষটি আমার কাছে বেশি আপন! হয়তোবা আমার পাশের বাড়ির মানুষটি আমার ভাই নয়, তবুও আমার কাছে আমার ওই "প্রতিবেশী বন্ধুই" ভাইয়ের চেয়ে বেশি মর্যাদা দাবি করে! আমি অবশ্যই রোহিঙ্গার মুসলমানদের প্রতি সংবেদনশীল! তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে! কিন্তু আমার কাছে সবসময়েই প্রথম priority পুরো বাংলাদেশে যেসব সংখ্যালঘু নিয়মিতই অত্যাচারের স্বীকার হচ্ছে তারাই! আরব বিশ্বে, সিরিয়া, ফিলিস্তিন ইত্যাদি জায়গায় মুসলমান্দের উপর কি অত্যাচার হচ্ছে, অথবা রোহিঙ্গার মুসলমানদের এমন অবস্থায় আমাদের কত সাহায্য করা দরকার। এসব অবশ্যই মানবতাবোধে ভাবা যায়, হয়তো ভাই-ভাই ভেবেও ভাবা যায়! কিন্তু বাইরের কাউকে নিয়ে ভাবার আগে, আমার নিজের ঘরটা গুছাতে হবে! আমার দেশের ভিতরে একজন সঙ্খ্যালঘুও নির্যাতিত হচ্ছে না, সকলে সমান অধিকার পাচ্ছে! এই ব্যাপারটা নিশ্চিত করবার পরেই আমাদের বাইরে যাওয়াটা শোভন! প্রধানমন্ত্রী, আপনার দোহাই লাগে, জাতিসংঘে, বিশ্বের তাবৎ মঞ্চে শান্তির মডেল না দিয়ে, দেশটার দিকে একটু তাকান! দেশের সুশান্তিটা নিশ্চিত করার দিকে বেশি জোর দিন! জয় বাংলা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।