একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা আজ আরেকটি অভাবনীয় ঘটনা ঘটে গেল। শাহবাগের ডাকে সাড়া দিয়ে ৩ মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল দেশ।
সংসদ ভবন থেকে শুরু করে সচিবালয়... সবাই তিন মিনিট দাঁড়িয়ে সংহতি প্রকাশ করল। আওয়ামী মন্ত্রীরা ও ছিল এই দলে। বি এন পির কাউকে দেখা গেলনা।
টিভি ক্যামেরা খুঁজে বের করল আমাদের রাজনৈতিক ভাঁড়দের, যাদের দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছিলাম বিগত কয়েকটি বছর। আবারো যথারীতি বাগাড়ম্বর। সেই পুরোন সংলাপ।
মাননীয় নেতা-নেত্রী গণ, আমাদের চোখ এখন লাকীদের দিকে। আপনাদের দেখতে আর ভাল লাগেনা।
আপনারা দয়া করে অফ যান। সংহতি জানিয়েছেন আমরা তাতেই খুশী। না জানালেও অসুবিধা ছিলনা। দয়া করে বাগাড়ম্বর বন্ধ করুন। চুপচাপ দাঁড়িয়ে থাকুন।
অনেক কথা বলেছেন। অযথা কথা বলে এই গনজাগরন, এই চেতনাকে হাল্কা করে দেবেন না।
চুপ থাকলে আপনাদেরই লাভ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।