মানুষ হতে চাই। যদি সামুকে প্রশ্ন করি, তুমি কেমন আছ?
উত্তর ঃ নিশ্চয়উ ভাল।
সামু যদি আমাকে প্রশ্ন করে, তুমি/আপনি কেমন আছেন?
উত্তর ঃ ভাল নেই আমি।
সামু আবার , কেন ভাল নেই?
উত্তর ঃ অনেক দিন হলো, আমি এখনও তোমাদের পাতায় জায়গা পাইনি তো তাই।
সামুঃ হ্যা, হ্যা চেষ্টা করে যাও পারবে।
আমি ওকে চেষ্টা করছি তো কিন্তু পারছি আর কই।
ভাল ভাবে পারার জন্য উৎসাহ দিতে ও তো সামু আমাকে প্রকাশ করার জন্য প্রথম পাতায় জায়গা দিতে পারেন। পারেন না?
এবার সামু ঃ হ্যা হ্যা ওকে।
এই ওকে শোনার প্রতিক্ষায় রইলাম।
বিনীত,
মনোবেদনায় নীল হওয়া একজন যুবক,
মাহমুদ হাসানাত
ঢাকা থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।