সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
গতকাল পথের পাশে একরাশ খড়কুটো
চৈত্রের দমকা বাতাসে পাক খেতে খেতে
আমায় প্রশ্ন করেছে তুমি কেমন আছো ।
আকাশের চোখের কোণে কাজল হয়ে ,
লুকিয়ে থাকা একরাশ কালোমেঘ , গম্ভীর স্বরে ,
আমার কাছে জানতে চেয়েছে তোমার কুশল ।
ঘাসের বুকে লুকিয়ে থাকা বুনোফুল , শালিকের
সোনালী ঠোঁটে , প্রথম বর্ষাবিন্দুর কাছে ,
সেই মেঠোপথটির ঠোঁটে বারংবার ,
আমি একই প্রশ্ন খুঁজে পাই , তুমি কেমন আছো ?
আমি বসে আছি ভারসাম্যহীন নির্বাক ক্রীতদাস ,
এতটুকু সাহস নেই বুকে , মুঠোফোন তুলে ,
তোমায় প্রশ্ন করি আর্দ্র ভালোবাসায় -
কেমন আছ তুমি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।