আমাদের কথা খুঁজে নিন

   

চোখের নীচের কালো দাগ দূর করতে চাইলে.......

চোখের নীচের কালো দাগ নিয়ে অনেকেই বিব্রত। বিশেষ করে যাদের গায়ের রঙ হালকা তাদের ক্ষেত্রে এর অস্তিত্ব বোঝা যায় বেশ ভালো ভাবে। বাজারে বিভিন্ন রকমের under eye cream পাওয়া যায়। এসব ব্যবহারের আগে অবশ্যই একজন ডার্মাটোলজিষ্টের পরামর্শ নিবেন। আপনার বন্ধু বা আত্মীয় কোন বিশেষ ক্রীম ব্যবহারে উপকার পেয়েছে দেখে আপনিও তা ব্যবহার করা শুরু করবেন না।

কারণ তা আপনার জন্য প্রযোয্য নাও হতে পারে। বাহ্যিক যত্নের পাশাপাশি আপনার খাবার তালিকার দিকেও লক্ষ্য রাখতে হবে। চোখের নীচের কালো দাগের কারণ: ১.আমাদের চোখের নীচের ত্বক অপেক্ষাকৃত পাতলা । বয়স যত বাড়তে থাকে চোখের নীচের ত্বক তত পাতলা হতে থাকে এবং ত্বকের নীচের চর্বির পরিমানও কমতে থাকে। এতে রক্ত নালীগুলো দৃশ্যমান হয় বেশী।

যেহেতু ত্বকের উপর দিয়ে রক্ত নালীর রং নীলচে বা অনেকের ক্ষেত্রে কালচে দেখা যায়, তাই সার্বিক ভাবে চোখের নীচ কালো দেখায়। ২.এর সাথে সূর্যরশ্মি যোগ হলে বা রোদে বেশী থাকলে ক্ষতি আরও বেশী হয়। ৩.যাদের বায়ু বাহিত এলার্জী যেমন -ধূলা, ফুলের রেণু ইত্যাদি কারণে এলার্জী হয় তাদের এ সমস্যা দেখা দিতে পারে। এছাড়া food allergyও Dark circle কারণ হয়ে দাড়ায় অনেক সময়। ৪.অতিরিক্ত খাবার লবণ ও ধূমপানের কারণে Dark circle দেখা দিতে পারে।

৫.Heart, kidney,liver, thyroid এর বিভিন্ন রোগে Dark circle হতে পারে। ৬.পর্যাপ্ত পরিমান ঘুমের অভাবে। ৭.এনিমিয়ায় আক্রান্ত হলে, অর্থাৎ খাবারে আয়রনের অভাব থাকলে ৮.শরীর পানিশূন্য হলে ৯.Chronic atopic eczema'র কারণে ১০.বংশ গত কারণে প্রতিকার: ১.প্রচুর পরিমান পানি পান করতে হবে। দিনে কমপক্ষে ১০ গ্লাস। ২.Vitamin A পাওয়া যায় এমন খাবার রাখুন দৈনিক খাবার তালিকায়।

৩.Vitamin C Dark circle কমাতে সাহায্য করে। বিশেষত তা যদি রক্ত নালী congestionএর কারণে হয়ে থাকে। ৪.Vitamin K যুক্ত খাবার খেতে হবে। ৫.খাবারে লবণের ব্যবহার সীমিত করতে হবে। ৬.কিছু খাবার যেমন -বিবিন্ন রকমের ডাল, সবুজ/কালো চা,পার্সলে, বিভিন্ন রকমের বেরি জাতীয় ফল Dark circle কমাতে বেশ কার্যকরী।

৭.আয়রনযুক্ত খাবার যোগ করুন দৈনিক মেনুতে। ৮.দৈনিক ৮ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। ৯.যতটুকু সম্ভব মানুসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। ১০.ভালো মানের সানস্ক্রীন ব্যবহার করুন। ছবিসূত্র:ইন্টারনেট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.