আমাদের কথা খুঁজে নিন

   

নরকের ভালবাসা

লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা আমি নেই কারো শেষ বিকেলের প্রার্থনায় কিংবা কতদিন ভোরের আলোয় আমার মুখ ফুটে উঠে না; আমি নেই কারো চোখের প্রজাপতির আলিঙ্গনে কিংবা কতদিন সন্ধ্যা তারায় ডুব দেয় না মন; এ মনে খরা এসেছে অথচ এখনও ভাঙ্গন, প্রতারণার ছোবলে বারবার দংশন হই এই আমি; খোপ খোপ চড় জেগে উঠে বেঁচে থাকার নতুন জীবনী শক্তি; এক সময় -- জীবনী শক্তিও রূপ নেয় জীবনের বিষে, অনেক দিয়েছে জীবন আমাকে -- স্বর্গের বন্ধুত্ব, উচ্ছ্বলতা আর নরকের ভালবাসা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।