আমাদের কথা খুঁজে নিন

   

নরকের পুকুর

নরকের পুকুর। পৃথিবীর বুকে এরকম পুকুরের সন্ধান সত্যিই বিস্ময় জাগানো। সাধারণের কৌতূহলে রয়েছে এটি। পুকুরগুলো রয়েছে জাপানে। নরকের সঙ্গে জলাশয়গুলোর আসলেও মিল আছে।

এগুলো গরম পানির পুকুর। পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গরম পানির উৎস নয়টি গরম পানির পুকুর। জাপানের কিউ শু দ্বীপে এই পুকুরগুলো অবস্থিত। এর মধ্যে সাতটি আছে কানাওয়া জেলায়, আর বাকি দুটি শিবাসেকি জেলায়। প্রতিটি পুকুরের বৈশিষ্ট্য অনুযায়ী পুকুরগুলোর আলাদা আলাদা নামও রয়েছে।

সমুদ্র নরক, ন্যাড়া মাথা নরক, তপ্ত কড়াই নরক, পার্বত্য নরক, পাহাড়দানো নরক, স্বর্ণ ড্রাগন নরক আর শাদা পুকুর নরক। আর শিবাসেকি জেলার পুকুর দুটির নাম হলো রক্তপুকুর নরক আর জলছিটানো নরক।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।