আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় ছোঁয়া গান

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু গান। সময় থাকলে শুনে দেখবেন।

আশা করি ভাল লাগবে। একেক জনের পছন্দ একেকরকম। এখানে আমি আমার ভাল লাগা কিছু গান দিচ্ছি। উড়ো মেঘ তোর মনে আমি লাগাম দেব উড়ো মেঘ তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধবো আমি জিতেও হেরে যাব শুধু তোর ই কারনে উড়ো মেঘ, তুই শুধু ভালবাসা দিস। উড়ো মেঘ এখনো মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছ ফিরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে এখনো মাঝে মাঝে ভালবাসা মানে নীল প্রজাপতি ভালবাসা মানে হার মানা ক্ষতি ভালবাসা মানে রুপালি উজান ভালবাসা মানে জ্যোছনার গান ভালবাসা মানে কবিতার একটি আহত চয়ন তোমাকে পেতাম যদি ভালবাসা মানে যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে টাকে আর ফেরান যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু তোমাকে জানাই বিদায়।

বিদায় বন্ধু কোথায় আছ? আমাকে কি ভুলেই গেছ? ভুল করে কখনও কি আমাকে মনে পড়ে না? কোথায় আছ ? তুমি জানবেনা কোনদিন কোথায় আছি একলা আমি কেমন করে তুমি জানবেনা কোনদিন তোমায় ডাকি কেন আজো ঘুমের ঘোরে তুমি জানবেনা কোনদিন কখনও যদি মনে কর একা হয়ে গেছ তুমি কাছের মানুষটা দিয়েছে দুঃখ তোমায় তবে চলে এস সেই পরিচিত আগের ঠিকানায় আমি থাকব দাড়িয়ে স্বাগত জানাতে তোমায় স্বাগত জানাবো কোন একদিন যদি চলে যাই তারাদের চেয়েও বহু দূরে ভেবনা মিছে সেদিন তুমি চেয়ে দেখ আছি আমি চেনা কোন গানের সুরে কোন একদিন যদি চলে যাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।