তুমি যদি কোন দিন তোমার
অতীত কে ভুলে যাও ।
সেদিন ফিরে এসো আমি
মনে করিয়ে দেব তোমায় ।
যদি কষ্ট তোমায় স্পর্শ করে
তবে চলে এসো পুরনো ঠিকানায়
আমায় পাবে ।
যদি কষ্ট কখনও পিছু ছাড়তে না চায় ,
যদি মনের বিসন্নতা চেপে রাখাটা
অনেক কষ্টের হয় তোমার জন্য ।
সেদিন ফিরে এসো
বলবো না ভালোবাসার জন্য ।
কিছুটা সময় আমার পাশে থাকার জন্য
আবার নতুন করে আমার মনটা কে ভাঙ্গার জন্য
কেন জানো কারণ তুমি যে মন
ভেঙ্গে সুখ খোঁজে পাও তাই ।
ফিরে এসো আমার ভাঙ্গা মনটা
আবার তোমাকে দিবো
বলবো না ভালোবাসো আবার
হৃদয় ভাঙ্গার খেলায় মেতে উঠবে তুমি
হয়তো কষ্ট পাবো কিন্তু তাতে কি
তুমি তো সুখী হবে ...
আমি না হয় আরেক বার
মেনে নিলাম কষ্ট গুলো
বিনিময়ে তোমায় তো আবার
সুখী দেখবো .
ভেবে নিবো তোমায় সুখী করার
এটা এক প্রাপ্যতা আমার ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।