আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় ভাঙ্গার জন্য কত বড় হৃদয় লাগে ?

এসো নীপবনে ভেবো না ১২৪ টি গোলাপ নিয়ে দাড়াবো না কোনোদিন সামনে তোমার। জানতে চাইবো না- সপ্তর্ষি তারাগুলো ভাঙ্গা হৃদয় নিয়ে কোন্ প্রশ্ন আঁকে আকাশের বুকে? বাতাসের সাথে মিশে গন্ধ কতখন্ পারে ভাসতে- কতটুকু সময় লাগে মিলিয়ে যেতে রংধনুর রঙ- বৃষ্টির পরে? কতগুলো ঢেউ জম্মলয় একটি ঢিলে- শান্ত পুকুরে। জানতে চাইবো না কোন্ লগ্নে চাঁদ ঠাঁয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সাথে সাথে হাঁটে না, কত মাইল পেড়ুলে পরে কচি খোকা বুড়ো হয়? কত সিড়ি মাড়িয়ে উঠলে শীর্ষ দেখা যায়- সমাপ্তিটাও, নদীর কত বাঁকের পর মোহনা মিলে- স্বপ্ন ফুরোয়। জানতে চাইবো না- আর কিছু জানতে চাওয়ার নেই এমন কি হৃদয় ভাঙ্গার জন্য কত বড় হৃদয় লাগে, তাও…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।