ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো চোখ বলেছে দ্যাখ না চেয়ে মন বলেছে থাকনা হৃদয় বলে কষ্ট হলেও কষ্ট ঢেকে রাখনা। হারানো দিন ডেকে বলে পিছন ফিরে তাকা স্মৃতি বলে ভুললে আমায় হৃদয় হবে ফাঁকা। চোখ বলেছে তাকাসনে আর পিছন কভু ফিরে মন বলেছে নষ্ট সময় কষ্ট থাকে ঘিরে। হৃদয় বলে কষ্টস্মৃতি রাখনা দিয়ে ঢাকনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।