আমাদের কথা খুঁজে নিন

   

প্লীজ অন্তত একটিবার হলেও পড়ুন। প্লীজ.....

হ্যালো আমার ভাইয়া, আপু এবং বন্ধুরা! বাইরে প্রচন্ড শীত। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে একটু বেশিই শীত পড়ছে। এই শীত মাথায় নিয়ে শুরু করলাম আমার লেখাটা। সাজিয়ে গুছিয়ে লেখার যোগ্যতা আমার নেই। তবে যতটুকু সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি।

জানিনা কেমন হবে। তবে আমি সকলের কাছে দোয়াপ্রার্থী। আমার সামনে পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন। কি লিখব কিছুই বুঝতে পারছিনা।

যাহোক, কথা লম্বা না করে একটি মজার গল্প দিয়ে আমার যাত্রা শুরু করলাম। ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ সেদিন আমি প্রাইভেট পড়ে বাসে চড়ে বাসায় ফিরছিলাম। বাসে ওঠার পর সিট না পাওয়ায় দাঁড়িয়ে রইলাম। কিছুহ্মন পর বাসের কন্টাক্টর আমার কাছে ভাড়া চাইতে এল। আমি আমার মানিব্যাগের ভেতর হাত ঢুকালাম।

সেখানে পাঁচ এবং ৫০ (পঞ্চাশ) টাকার দুটি নোট ছিল। দাঁড়িয়েই ছিলাম, তাই সেখান থেকে একটি নোট কন্টাক্টরকে চটজলদি দিয়ে সিট ধরে দাঁড়িয়ে রইলাম। কন্টাক্টর ভাড়া নিয়ে আমার দিকে তাকিয়ে 'ভাংতি নাই, পরে দিচ্ছি' বলে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, আমাকে ভাংতি নাই বলল কেন? আমি তো পাঁচ টাকাই, মানে ঠিক ভাড়াই দিলাম। মনে হয় অন্য কাউকে বলেছে।

একটু পর কন্টাক্টর আবার এসে আমাকে ৪৫ (পয়তাল্লিশ) টাকা ফেরত দিল। আমি তো হতবাক, ঘটনা কি? আমাকে টাকা দিল কেন? মনে হয় ভূলে দিয়েছে। একবার ভাবলাম, ভূলেই যখন দিয়েছে তখন তো আর আমার দোষ নেই। কাল বন্ধুরা মিলে ৪৫ টাকার কিছু খাব। আবার ভাবলাম, নাহ্, এটা ঠিক হবে না।

মনের ভিতর সংশয়। ভালো আর মন্দ দুজন যুদ্ধ করতে লাগল। যেকোন একটি রাস্তা আমাকে বেছে নিতে হবে। মন্দকে বাদ দিয়ে ভালোর দিকে তাকালাম। ভাবলাম, যখন কন্টাক্টর এসে বলবে, ভাইয়া, টাকাটা ভূলে আপনাকে দিয়ে ফেলেছি, তখন ফেরত দেব।

আমার গন্তব্যস্থান প্রায় চলে এল। কিন্তু কন্টাক্টর এল না। ভিড়ের কারনে তাকে দেখতেও পেলাম না। আমার ষ্টেশন চলে এল। আমি বাস থেকে নেমে বাসের হেলপারের হাতে ৪৫ টাকা ফেরত দিয়ে বললাম, 'কন্টাক্টর আমাকে ভূল করে টাকাগুলো বেশি দিয়েছে।

আপনি তাকে দিয়ে দেবেন। ' হেলপার টাকা হাতে পেয়ে খুশি হলো। হেলপারের খুশি দেখে আমারও ভাল লাগলো। মন হালকা করে বাসায় ফিরলাম। আজ আমার ভাবই অন্যরকম।

কারণ, একটা ভাল কাজ করছি। যাহোক, বাসায় ফিরে সবার কাছে এই ঘটনা বর্ণনা করে মহান হলাম। কিছুহ্মন পর আমার টাকার প্রয়োজন হলে ব্যাগ খুললাম। আমি ব্যাগ খুলে টাকা বের করে দেখি, ওমা, একি কান্ড, সেখানে মোটে পাঁচ টাকা পড়ে আছে......! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.