আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি .
জাফর ইকবাল স্যার আপনাকে নিয়ে আবারো লিখতে হচ্ছে বলে দুঃখিত । আমি আপনার একজন ফ্যান । আপনাকে দেখি শ্রদ্ধার চোখে । আপনার অনেক বই পড়ে আমি অনেক কিছু জেনেছি । আর আপনার নাম শুনলেই আমার চোখে ভেসে আসে একজন নিপাট ভালো লোকের ছবি ।
যার সামনে শ্রদ্ধায় মাথা নিচু হতে চায় । স্যার বলা চলে আপনার একক প্রচেষ্টায় একমুখী শিক্ষা ব্যাবস্থা বাতিল হয়েছে এবং গনিত অলেম্পিয়াড এর মত প্রতোযোগীতায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহন করেছে । আপনার লেখা শিশু কিশোরদের মধ্যে আলোড়ন তুলেছে এমনকি সরকারকে তার সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হয়েছে । সেই আপনি যুদ্ধ অপরাধীদের বিচার আজ স্থবির হয়ে আছে তা নিয়ে কিছু লিখছেন না কেন স্যার কেন ? আচ্ছা বুঝলাম এটা একটা চলমান প্রক্রিয়া । কিন্তু স্যার আপনি তো সকল মানুষকে শিক্ষিত করার কথা বলেন ।
সবার শিক্ষার অধিকারের কথা বলেন । স্যার শিক্ষাকে আজ পন্য করা হচ্ছে । সাধারন মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে আপনি সে ব্যাপার কিছু লিখছেন না কেন স্যার ?যদি স্যার আপনি সাধারন ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সামিল হতেন যদি অন্তত একঘন্টার প্রতিকী অনশন করতেন তাহলে আজ অনেক কিছুই পরিবর্তন হত । স্যার আপনি আজ নীরব কেন স্যার ?। স্যার আপনি জাতির বিবেক ।
দেশে যদি সব মন্ত্রী অন্ধকারে হারিয়ে যায় এমনকি সুশীল সমাজও আন্ধকার হারিয়ে যায় তাতে কিছু যায় আসেনা কিন্তু স্যার আপনার সামনে যদি হালকা ছায়া এসেও পড়ে আমরা কিন্তু ভয় পাই । স্যার আবার সরব হোন সকল অন্যায়কে পদদলিত করে এদেশের শিক্ষাকে এগিয়ে নেয়ার পথে ভুমিকা রাখুন । শিক্ষাকে পন্য হতে দিবেন না প্লীজ স্যার প্লীজ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।