দৌড়ের উপর আছি
কিছুদিন আগে জরুরী প্রয়োজনে আমার বউকে নিয়ে কমলাপুর যেতে হয়েছিল। মোটরসাইকেল থাকার ফলে আমি মোটামুটি সব জায়গাতেই এই বাহনটি নিয়ে যাই। সেই দিন ও যাচ্ছিলাম। আমার বাসা থেকে বেশ খানিকটা যেয়ে আবার ইউ টার্ন নিতে হয়। যার ফলে ওই মোড় টাতে একটু জ্যাম লেগে থাকে।
তো আমি জ্যাম এ বসে আছি। রাস্তার ঠিক উল্টা পাশটা তখন ফাঁকা। হঠাৎ দেখলাম একটা পিকআপ ভ্যান খুব জোরে গেল। পিছনে একটা ছেলে বেশ বড় একটা ইটের টুকরো নিয়ে গাড়িটার পিছনে ছুটছে। আমার ঠিক উল্টো দিকে এসেই ইটের টুকরোটা ছুড়ে মারল গাড়িটার দিকে।
খুব দ্রুত সব কিছু ঘটে গেল। আমি দেখলাম বড় একটা ইটের টুকরো রাস্তার ডীভাইডারের গাছের ডালে লেগে সোজা আমার মাথায়। আল্লাহর অশেষ রহমত আমি হেলমেট পড়া ছিলাম। এতেও আমি মাথায় আঘাত পাই। ঘটনার আকস্মিকতায় আমি হতম্ভব হয়ে যাই।
এরি মাঝে লোকজন জড়ো হয়ে যায়। আমিও ছেলেটিকে ধরে ফেলি (যদিও ও নিজেই কাছে এসেছিলো)। সবাই বলতে লাগলো পুলিশ ডাকতে। কেউ কেউ উত্তেজিত হয়ে মারার পায়তারা করছিল। যাই হোক আমি একটু বকে ছেলেটাকে ছেড়ে দেই।
এখনও মনে হয়, সেদিন হেলমেট এর উছিলায় আল্লাহ আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এমন ও তো হতে পারত যে আমার মাথায় হেলমেট নেই অথবা আমার স্ত্রীর মাথাতে লাগতে পারত। আপনাদের সবার কাছে আবেদন জানাই, যারা মোটরসাইকেল চালান, প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ হেলমেট ছাড়া কখনও বের হবেন না। হোক সে যতই অল্প দূরত্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।