শাফিক আফতাব--------- তোমার দাপটে একদিন ক্যাম্পাস গরম হয়ে উঠতো, রাজনীতির ঝাঁঝালো ভাষণে না ; কিংবা নিরন্ন আর্ত মানুষের অধিকার আদায়ে না ; উঠতি মধ্যবিত্তের বিলাসী ফ্যাসনের গন্ধে : সেই তুমি আজ অস্ট্রেলিয়ান গাভী। বাহুল্য ব্যবহারে কী এক বিক্ষিপ্ততা তোমার আজ ! বুড়ো হবার আগেই ঝুলে গেছে তোমার মসৃণ অভিজাত তুলতুলে চামড়া, উপাদেয় অঙ্গাবলী শ্রীহীনতায় লাবণ্যহীন, তোমার সেই জৌলুস আজ অলস বিকেলের বিবর্ণ আলোর মতোন পুষ্টিতে ভুগছে। তোমার ভূগর্ভে আর নেই সেই হীরকের খণ্ড, বিদেশী লোসনের ঘ্রাণ। এই তো হয়, সবকিছু একদিন ঘুরেফিরে জলের মতোন প্রত্যাবর্তিত হয়, তুমি যাদের তোমার পাশে বসতে দাও নি একদিন, দেখো তারা আজ চরচর উঠে গেছে বহুতল ভবনের মতোন। তাদের আজ কী সুন্দর ফুরফুরে দিন। আর তুমি কেমন বিরহী মলিন। ০১.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।