নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন আসেন একটা পোষ্টমর্টেম করি ১. একটি চিরুনী - অবশ্যই কারুকার্য খচিত ২. লিপষ্টিক হাল আমলের ফ্যাসন ৩.শীত কাল হলে ভ্যাসলিন ৪.টিসু্য পেপার - খুব গরম লাগে তো তাই ৫. আই ভ্রু ৫. একখানা পত্র (অবশ্যই আপনার যাহা সন্দেহ করেছেন, ইহা তাহাই ) ক্ষেত্ত বিশেষে কয়েকখানা ও হইতে পারে। ৬. কলম - ইকোনো ডি কএক্স ৭. ছাতা -অবশ্যই কালারের সাথে ম্যাচিং করে। ৮. কিছু অর্নামন্টে - কানের দূল ৯.মোবাইল - একজন উঠতি বয়সী রমনীর হ্যান্ড ব্যাগের পোষ্ট মর্টেম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।