নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
মোবাইল - এক কথায় দৈনন্দিন জীবনে ব্যবহার্য যন্ত্রের মধ্যে সবচেয়ে বেশী ব্যবহার্য এবং প্রয়োজনীয় যন্ত্র এটি। যেন একটি দিনও মোবাইল ছাড়া চলা যায়না। নিসন্দেহে উপকারী যন্ত্রের মধ্যে এটিকে সর্বাগ্রে স্থান দিলে খুব বেশী ভূল হবেনা, অথচ লক্ষ্য করা যায় এই যন্ত্রটিই উঠতি বয়সের তরুন তরুনীদের জন্য কাল হয়ে যেতে বসেছে।
দেশ হিসেবে আমরা যেভাবেই ব্যাখ্যা দিইনা কেন, নিজেদেরকে খুব আধুনিক এবং আল্ট্রা মর্ডান গোছের ভাবতে শিখে গিয়েছে, তাই মিডিয়া স্যাটেলাইটের কল্যানে সেইরকম বাহিরের সংস্কৃতির আদলে কিছু করার চেষ্টা করে থাকি, সেরকমই কিছু খোলা জায়গায় কিস্ করা, জড়াজড়ি ইত্যাদি ইত্যাদি, বলতে লজ্জা নেই, যারা এধরনের কিছু করের লোকচক্ষুর সম্মুখে তারা নিজেদেরকে কি ভাবেন সেটা বোধগম্য নয়।
লেখার উদ্দেশ্য, আজ একটি মোবাইল সেটে একটি মোবাইল পর্ণো ভিডিও কিছু অংশ দেখলাম, সবই আমাদের দেশের তরুন তরুনীরা যারা দেশের স্বনামধন্য কোন না কোন স্কুলে কিংবা কলেজে পড়ে, প্রথমে বিশ্বাস করতে পারছিলামনা ভিডিওটি দেখে, চারপাশে অনেক তরুন - তরুণী তার মাঝে বিশেষ দুইজন তাদের উদ্দেশ্যকৃত কর্ম সাধন করে চলেছে, এরই মধ্যে কারও সেট থেকে তা ভিডিও করে তা ছাপিয়ে দিয়েছে সর্বক্ষেত্রে, এরকম একটি হয়ত আমি দেখেছি, কিন্তু অনেক থাকতে পারে। আর যতটুকুন লক্ষ্য করেছি ভিডিওগুলো ভাইরাসের মত যেন ছড়িয়ে পড়ছে।
এসব ছেলেমেয়েরা নিজেদেরকে খুব সম্ভ্রাান্ত ও আভিজাত্য পরিবারের সদস্য বলে পরিচয় দেয়, আধুনিক মনষ্কা, ফ্রি-মাইন্ড ইত্যাদি ইত্যাদি বিশেষণ তারা বহন করে, অন্য সবকে থোরাই কেয়ার করে। কু-সংস্কৃতি, অপসংস্কৃতি লালিত এসব ছেলেমেয়েদের ভবিষ্যত কি ? আমরা যাকে আজ আধুনিক বলছি, এটা কি সত্যি আধুনিক না আধুনিকতার নামে সমাজের অভিশাপ, যাকে ডোন্ট মাইন্ড গোছের বলে চালিয়ে দিচ্ছি তা কি সমাজের কোন সুফল বয়ে আনছে ? না সমাজকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমার এ বাক্যগুলো হয়তবা ভাল না লাগারই কথা, কিন্তু সেইদিন খুব বেশী দূরের নয় যেদিন নকল করা অপসংস্কৃতির ব্যবহারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুষিত হবে পরিবেশ যেখান থেকে আমাদের পথ উত্তোরণ সহজ তো দূরে থাক, সম্ভব হয় কিনা তাই সন্দেহ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।