আমাদের কথা খুঁজে নিন

   

পর্দার অন্তরালের গল্প

একটি ছেলে, একটি মেয়ে কে অনেক ভালোবাসতো। মেয়েটির সাথে ছেলেটির সম্পর্কও হয়েছিল। কিন্তু মেয়েটি সম্পর্কের ১ বছর এর মাথায় আবিষ্কার করে,সে তার দূর সম্পর্কের এক ভাই কে অনেক ভালোবাসে। তাই তাদের সম্পর্কটা আর বেশিদিন টিকে নাই। সময়ের স্রোতে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কিন্তু মনের ভিতরের শুদ্ধ ভালবাসা তো আর স্রোত না। ফুটন্ত পানির মতো তা কষ্টের অনলে শুদ্ধ থেকে বিশুদ্ধতর হতে থাকে সময়ের সাথে সাথে। এরপর অনেকদিন পরের ঘটনা একদিন ছেলেটি তার facebook এর fake account টিতে login করে। যে fb id তে মেয়েটি তার বন্ধু হিসেবে add করা ছিল। মেয়েটির wall এ স্ট্যাটাস লিখা দেখতে লাগলো সে....নীচে কমেন্টস গুলোও দেখতে লাগলো ........................... স্ট্যাটাসঃ পাগলের মতো ভালবাসলাম তোমায় শুধু কষ্টই তো দিলে।

কষ্টের সাগরে ভাসিয়ে আমায়, কি সুখ তুমি পেলে?? শুনেছি আজ তোমার গায়ে হলুদ, যাব না বিয়ে বাড়ি। কষ্টের সাগর আজ নীল হয়ে গেছে আর সইতে না আমি পারি। ভালবেসেছিলাম তোমায়, ভালোবেসে যাব কষ্টগুলো নিয়েই আমি সুখী হবো। কমেন্টসঃ ১)সত্যিকার ভালোবাসায় অনেক কষ্ট ২) কষ্ট পেয়ো না আপু,ভাগ্য কে মেনে নেও। ৩) ভালবাসা ভালো না ।

৪) বন্ধু, যে তোমার ভালবাসা কে মর্যাদা দেয় নাই। সে কখনও তোমার ছিল না। ৫)তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমার-ই ছিল,আর যদি না ফিরে আসে,তবে সে কখনই তোমার ছিল না..... ~রবিন্দ্রনাথ ঠাকুর ৬)না পাওয়াই ভালোবাসা, আর ভালোবাসা মানেই কষ্ট। তবুও বলবো কষ্ট পেয়ো না।

৭) একদিন তোমাকে প্রচণ্ড ভালবাসবে কেউ। একজন কে পাও নাই। কি হয়েছে তাতে??কষ্ট পেয়ো না আপু। ৮) কষ্ট পেয়ো না। ৯)ভালোবাসার মর্যাদা দিতে জানে না।

সে তোমার যোগ্য না। ১০) ১১) ১২) ভালোবাসা অনেক কষ্ট জীবন কে করে দেয় নষ্ট। ছ্যাঁকা খেয়ে হয়ে গেছি আজ কবি সারাদিন রাত শুধু তার কথাই ভাবি। ১৩) just be strong ............................. ............................ স্ট্যাটাস আর কমেন্টস গুলো ছেলেটি পড়তে থাকে। কিন্তু পড়া আর শেষ করতে পাড়ে না সে ।

চোখটা ঝাপসা হয়ে যায় । বুকের ভিতরে চিন চিন ব্যাথা অনুভব করতে থাকে। চোখের পাপড়ি ভিজে উঠে, কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। যা কেউ দেখে নাই। কেন ছেলেটির অশ্রু ঝরতেছিল??? তার ভালোবাসার মানুষটি আজ অনেক কষ্টে আছে।

হয়তো এই জন্যেই। এরপর ছেলেটি logout করে facebook থেকে বের হয়ে আসে। ওই id তে সে আর কোনোদিন ঢুকবে না বলে প্রতিজ্ঞা করে মনে মনে। ইতোমধ্যে অনেকগুলো বছর পার হয়ে গেছে। ছেলেটি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছিল কিনা জানা হয় নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।