নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখনি কিছু বলতে পারছিনা... aftabarif লিখে আমকে প্রায় সবখানেই খুঁজে পাবেন যেমন ফেসবুক টুইটার ইত্যাদি সামুতে নতুন তাই বেশি আসা হয়না ।
একজন দুখি মানুষের প্রতি সবার থাকে সহানুভূতি এবং সেই সহানুভূতি থেকে সৃষ্টি হয় ভালোবাসা । সবাই তাকে ভালবাসে। আর একজন সুখী মানুষের প্রতি থাকে হিংসা আর সেই হিংসার থেকে সৃষ্টি হয় তার প্রতি অনেকের ঘৃণা । এটা মানুষের সাধারন বৈশিষ্ট্য এর কিছু ব্যাতিক্রম থাকতেই পারে।
আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো এটা একটা সুখের ঘটনা। এই ঘটনা শুধু আমি তুমি জানলেই যথেষ্ট । পুরো পৃথিবীকে ঢোল পিটিয়ে এ খবর দেওয়ার কোন মানে হয় না। ব্যাপারটাতে ভালোবাসার চেয়ে show off টা মুখ্য হয়ে উঠে এবং এক পর্যায়ে ভালোবাসাটা হাত ফস্কে উড়ে চলে যায়। তবে কিছু কিছু মানুষ আছে যাদের সব কাজই আসলে লোক দেখানো ।
তারা কোন কাজ করে যতটা না আনন্দ পায় তার চেয়ে বেশি আনন্দ পায় তা লোকজন কে দেখিয়ে । লোকজন তাকে নিয়ে কি ভাবে তা নিয়ে চিন্তা করেই তার জীবন চলে যায়। অন্যর কাছে নিজেকে উচু দেখানোটাই তার জীবনের লক্ষ্যে পরিণত হয় । এই দলের লোক ই এখন বেশি দেখা যায় । তারা তাদের সমস্ত জীবন একটা ভুলের মধ্য দিয়ে পার করে ফেলে ।
i feel pity for them । । আবার মাঝে মাঝে ভয়ও লাগে কোন সময় যে নিজেও এই দলের হয়ে যাই । তবে প্রানপণ চেষ্টা করবো যাতে তা না হয় ।
*( ইহা কোন ব্যাক্তিগত আক্রমনমূলক পোস্ট নয় ইহা সামগ্রিক জ্ঞান মুলক পোস্ট )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।