আমাদের কথা খুঁজে নিন

   

শীতের রাতে থার্টি ফার্ষ্টের উষ্ণতা

চাই। ইচ্ছে ছিলো থার্টি ফার্ষ্ট নাইট নিয়ে কিছুই লিখবো না। কিন্তু বিষয়টি নিয়ে দেশে এতো কিছু ঘটে গেছে যে আমি লিখতে বসে গেলাম । প্রথমত প্লানমাফিক ককসবাজারে থেকেও কোন প্রগ্রামে অংশ গ্রহন করিনি কিন্তু শিতের রাতে উষ্ন হতে সারদেশ থেকে আসা পর্যটকের ঢল নেমেছিলো ককসবাজারে । খন্ড খন্ড ঘটনা গুলো দিয়ে এগিয়ে যেতে চাই।

দেশে শিতের রাতে শরীর গড়মের প্রধানতম আসরটি বসেছিলো ঢাকা হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস ভেন্যুতে আয়োজন করা হয় ''বলিউড ষ্টার নাইট'' ইন্ডিয়ান আইডল অমিতপল ওপ্রযুক্তা শুকরের গানের বাইরেও ছিলো আইটেম গার্ল সুস্মিতা ,যার উন্মাতাল সাম্বার তালে মাতালছিলো পুরো সোনারগাঁও পুড়ে ছাই হয়েছে অসংখ্য সিগেরেট ,খালি হয়েছিলো শতশত মদের বোতল । মাত্র দশ হাজার টাকায় ওম পেতে শীতার্ত বস্ত্রহীন তরুণীরা ভিড় জমিয়েছিলো সেখানে। পিছিয়ে ছিলোনা ঢাকার অন্যান্ন অভিজাত হোটেল গুলো ওয়েস্টিন, হোটেল রিজেন্সি এবং বনানির গেস্ট হাউজগুলোতেও মধ্যরাতের আদিমতায় মাতানোর উৎসবের আয়োজন ছিলো , উত্তেজনা এতো বেশী হয়েছিলো যে বাউন্সারদের হস্তক্ষেপে দমিয়ে রাখতে হয়েছিলো উম্মাতাল তরুন তরুনীদের । মদের ঢেউ যেনো উছলে পড়েছিলো সে রাতে । রাজধানির পরেই শরীর গড়মের ব্যাপক আয়োজন ছিলো ককসবাজারে ,ছোট, বড়, মাঝাড়ি সহ এখানকার অনেক হোটেলেই বসেছিলো আসর সবচাইতে বড় আসরটি ছিলো একেবারে আনকোড়া নতুন তারকা মানের হোটেল লংবিচ ৫০০০/- টাকার প্যাকেজ অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো ইনডিয়ান আইডল অদিতি পাল ও পারলিন গিল এবং ডি জে হার্দিক।

রাত গড়াতেই শুরু হয় অনুষ্ঠান চলে মধ্যরাত অবধি । হোটেল ওশান প্যারাডাইজে ছিলো ডিজে পার্টি , একটি রিসোর্টে নিয়ন্ত্রিতভাবে আয়োজন ছিলো পার্টির গলাভেজানো গান শোনানো থেকে শুরু করে নাচের জন্য ব্যাবস্হা ছিলো বিশেষভাবে আনা ডজন খানেক তরুনি নর্তকী যারা মাতিয়ে রেখেছিলো দর্শক প্রায় ভোর রাত অবধি । সবচাইতে মজার আয়োজন ছিলো শহর থেকে দুরে পেঁচার দ্বিপ নামক স্হানে অবস্হিত ব্যাতিক্রমি এবং বিতর্কিত আবাসিক মারমেইড ইকো রিসোর্টে ককসবাজারের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,প্রশাসন সহ ঢাকাথেকে উড়ে আসা অতিথিদের জন্য উন্মাদনার আয়োজন করেছিলো আবাসিকটি , এক তরুন রাজনৈনিক ব্যাক্তির সুত্রে জেনেছিলাম যে পার্টি ছিলো জমজমাট ডিজে ,মদিরা এবং নাচ সহ ফুর্তীর আসরে ঘটে এক মজার ঘটনা , ঢাকা থেকে আসা এক জুগল জড়াজড়ি করে নাচার সময় লোকাল এক তরুন নেতা সকলের দৃষ্টি আকর্ষন করে বেলেল্লাপনা থেকে দুরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ জানান । কিন্তু রাতের সাথে প্রমোদের তাপ বাড়ার এক পর্যায়ে এক জুগল প্রকাশ্যে চুমো তথা প্লেটনিক ভালোবাসায় লিপ্ত হলে , রক্তে নাচন ধরা সেই নেতা উঠে গিয়ে তরুনিটিকে জড়িয়ে ধরেন এবং তার স্পর্শকাতর স্হানগুলোতে হাত দেন যদিও সকলের হস্তক্ষেপে পরিস্হিতি সামাল দেয়া হয়। দেশের সবচাইতে বড় বর্ষবরনের আসর বসেছিলো ককসবাজার সৈকতের লাবনি পয়েন্টে ,এয়ারটেলের পৃষ্ঠপোষকাতায় আয়োজন করা হয়েছিলো বিচ কনসার্টের ,বিনামাসুলে লালন এবং এলারবি'র মত বিখ্যাত ব্যান্ডের গান শুনবার জন্য সেরাতে আক্ষরিক অর্থেই জনতার ঢল নেমেছিলো ,অর্ধরাত অবধি তরুন তরুণি এবং বয়সি মানুষেরাও ভিড় জমিয়েছিলো।

সবচাইতে স্মরনিয় ঘটনাটি গটেছিলো আমদের দেশের কোন এক প্রান্তে , উপজেলা নির্বাহি কর্মকর্তা থার্টিফার্ষ্ নাইট উদযাপন করেন যাত্রা প্যানেলে সারারাত কাটিয়ে ,যাত্রার নায়িকাদের গায়ের ওমে উষ্ন হয়ে প্রত্যুষে ফিরে এসে টক অব দ্যাট টাউনে পরিনত হন। কিন্তু এই বর্ষ বরন এই যে উষ্নতা বিলিকরন কেনো, কিজন্যে ?এর সাথে আমাদের কি সম্পর্ক্য ,ভাবতে বড় কষ্ট হয় যে মাত্র ক'দিন পু্র্বেই যে জাতী তাদের বিজয়ের চল্লিশ বৎসর পুর্তি উৎসব পালন করেছে তারা এটা কোন উৎসবে আবার মেতে উঠলো?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।