সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই
কোয়ান্টিফিকেশন এর বাংলা কী করা যেতে পারে? মানায়ন? মানপ্রকাশন? মানারোপণ?
কথা বলতে চাই রাস্তার ভালোমন্দ নিয়ে। কতটা ভালো, কিংবা কতটা খারাপ, কিভাবে বোঝানো যেতে পারে? বিশেষণগুলোকে রেহাই দেয়া যেতে পারে যদি শিব্রাম চকরবরতির [গাঢ়] অঙ্ক-সাহিত্যের যোগফল [/গাঢ়] গল্পটার কথা মাথায় রাখি।
প্রথমেই মানায়নের গোড়াটা শক্ত করে বেঁধে নিতে হবে। পানির তাপমাত্রার ব্যাপারটাই ধরুন। পানি যে তাপমাত্রায় জমে বরফ হয়ে যায়, বা বরফ যে তাপমাত্রায় গলতে শুরু করে, সেটা [গাঢ়] ক [/গাঢ়] ডিগ্রী।
আবার যে তাপমাত্রায় ফুটতে শুরু করে, সেটা [গাঢ়] খ [/গাঢ়] ডিগ্রী। এখন এই খ আর ক এর বিয়োগফলকে আপনার মন মতো রেজোলিউশনে ভাঙুন। একশো ভাগ করুন, একশো আশি ভাগ করুন, যা খুশি তা-ই করুন।
একই কথা খাটে রাস্তার মানায়নের ক্ষেত্রেও। আসুন আলোচনা করি রাস্তা নির্মাণের দায়িত্বে যে প্রকৌশলী মহোদয় রয়েছেন, তাকে নিয়ে।
রাস্তা যদি খুব ভালো হয়, তাহলে ধরে নেয়া যেতে পারে যে বরাদ্দকৃত অর্থ নিয়ে খুব বেশি নয়ছয় তিনি করেননি, কাজকর্ম করেছেন মন দিয়ে। সেক্ষেত্রে আমরা তাঁর পাছায় খুনসুটিমূলক 1টি বেতের বাড়ি দিয়ে ছেড়ে দিতে পারি। রাস্তা যদি একেবারেই অগম্য হয়, যদি বিশাল সব গর্ত থাকে, রাস্তার খোয়া যদি গাড়ির সাথেই চলতে শুরু করে, কিংবা আদপে রাস্তা বলে ডাকার যোগ্যই কোন কিছু থেকে না থাকে, সেক্ষেত্রে ধরে নেয়া যেতে পারে যে ঠিকাদারদের সাথে প্রকৌশলীর মহব্বত বেশ গাঢ়, এবং টাকা পয়সার অনেক ইধারউধার হয়েছে। সেক্ষেত্রে প্রকৌশলী মহোদয়ের পাছায় 100টি বেতের বাড়ি পড়তে পারে।
এখন আমরা যদি বলি, অমুক জায়গা থেকে তমুক জায়গা পর্যন্ত রাস্তা বেশ ভালো, 5 বেতের রাস্তা, আপনি বুঝে ফেলবেন যে প্রকৌশলী বেচারা ভালোই কাজ দেখিয়েছেন, শুধু সামান্য ঝাঁকি লাগে।
আর যদি কেউ বলে, অমুক রাস্তা খুবই চুথিয়া, 95 বেতের রাস্তা, বুঝে ফেলবেন যে প্রকৌশলী বাহাদুর বিস্তর চুরিতে সাক্ষীগোপাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।