YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING আমরা ৪ ভাই আমাদের কোন বোন নাই ।
আমাদের ভাইদের জীবনের ঘটনা দিয়ে শুরু করা যাক।
প্রথমে একটু নিজের ঢোল নিজে পিটাই , মাইন্ড খাইয়েন না তাইলে তো খাবার খাইতে পারবেন না । আমার আব্বা আমার দাদা-দিদার ১ম সন্তান, উপর ওয়ালার অশেষ মেহেরবানি আমিও আব্বা-আম্মার ১ম সন্তান। তাই আমার ছোট ভাইয়েরা প্লাস ছোট কাজিনরাও আমাকে বড়ভাইয়া বলে ডাকে।
আমাদের ভাইদের মধ্যে যে ২য় তাকে নিয়েই আমার বেশি মজার ঘটনা।
বিদ্রঃ ও আমার থেকে প্রায় ৫ বছরের ছোট এবং বর্তমানে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ অধ্যায়নরত।
ঘটনা-১: আমি তখন সম্ভবত ক্লাস থ্রিতে পরি,প্রতিদিন সে কান্নাকাটি করত আমার সাথে স্কুলে যাওয়ার জন্য অবশেষে আম্মাকে রাজি করাল এবং একদিন আমার সাথে স্কুলে গেল,(এখানে বলে রাখা ভাল ও মানে আমার ছোট ভাই খুবই সুন্দর এবং নাদুস নুদুস ছিল) এক বড় আপু (৫ম শ্রেনী) ওকে জিজ্ঞাসা করল তোমরা কয় ভাই ওর সরল উত্তর ৩ ভাই (আমরা সবাই খুব ছোট থাকতে বাড়িতে আম্মার কাছে পড়ালেখা শুরু করি) তখন আপু জিজ্ঞাসা করল কে কে, ও বলল আমি, বড়ভাইয়া আর আব্বা !!!!
ঘটনা-২: এই ঘটনা সম্ভবত উপরের ঘটনার পরের বছর ঘটেছিল। ওর অনেক কান্নাকাটির পর আব্বা-আম্মা রাজি হল ওকে স্কুলে ভর্তি করাতে। ওর স্কুল থেকে আমার স্কুল বেশ দূরে ছিল, ওকে যে স্কুলে ভর্তি করার সিদ্বান্ত হল ঐ স্কুলে আমি ২য় শ্রেনী পর্যন্ত পড়েছিলাম এবং আমাদের বাসার খুব কাছে ছিল, তাই সকল স্যার ও ম্যাডামরা ওকে চিনত।
আব্বা ও ওকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসে। বিকালে বাড়িতে এসে যা শুনলাম তাতে আমি হাসতে হাসতে শেষ। ঘটনা হল, ও নাকি ২০/৩০ মিনিটের মধ্যে বাসায় ফিরে আসে, আম্মা জিজ্ঞেস করল “তোরে কি ছুটি দিছে ?”, ও বলল যে, আব্বা ওকে রেখে অফিসে যাওয়ার কিছুক্ষন পর ও হেডস্যারকে গিয়ে বলল “স্যার আপনার ছুটি, আমি বাসায় যাই”
ওর এই ঘটনাটাগুলো নিয়ে আমরা এখনও ওরে ক্ষ্যাপাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।