আমাদের কথা খুঁজে নিন

   

জবাব চাই!!! জবাব চাই!!!!!!! বিসিবিকে এর জবাব দিতে হবেই???????

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত ! আসুন যারা দেশের ক্রিকেটকে ভালবাসি তারা বিসিবির কাছে জবাব চাই...... * শাহাদৎ ফ্যাক্টর: ১. ক্রমাগত খারাপ খেলা সত্ত্বেও কেন শাহাদৎ কে আবার দলে হলো???? ২. তার এই আর্ন্তজাতিক ম্যাচে বারবার কেন দলে আনা হয়? তার খুটিঁর জোর কে? ৩. অভিষেক ম্যাচ হতে আজ পর্যন্ত কয়বার সে ভাল খেলেছে? ৪. আর কত ম্যাচ এভাবে হারলে তাকে ছাড়া দল ঘোষণা করা যাবে? ৫. নির্বাচন কমিটির এই দায়িত্বজ্ঞানহীন কাজ করার পরও কেন তারা পদত্যাগ করবেন না? *মাহমুদ উল্লাহ ফ্যাক্টর: ১. ইনি আবার গত কয়েক সিরিজ হতে মারাত্বক খেলা দেখিয়ে চলেছেন। শেষ কবে ওয়ানডে/টি২০ তে ৩০+ রান করেছে তা আমি ভুলেই গেছি। ২. এই রকম পঙ্গু মার্কা খেলোয়ার দলের মধ্যে রাখা দলেরই অপমান। ৩. নিরপেক্ষভাবে মূল্যায়ন করে দেখবেন একটু ইনার বোলিং বা ব্যাটিং কি থার্ড ক্লাস মানের নয়? ৪. কেবল কি সহ-অধিনায়ক বলেই দলে আছেন? যা অভিজ্ঞ বলে নির্বাচন করা হয়? ৫. আমি এর মধ্যে কোন ক্রিকেটীয় বেসিক জ্ঞান আছে এরকম দেখিনি। টেস্ট খেলে ওয়ানডে স্টাইল, টি২০ টেস্ট আর ওয়ানডে টি২০ স্টাইল।

৬. বেসিক না বিল্ড আপ করলে অচিরেই এ ঝড়ে যাবে তাতে কোন সন্দেহ নেই তবে সঙ্গে কিছু ভাল মানের প্লেয়ার ( চান্স না পেয়ে খেলা ছেড়ে দেবে নিশ্চিত) নিয়ে যাবে আরো বিসিবিকে জবাব দিতে হবে * দলের সবার ফিটনেস লেভেল এত খারাপ হল কিভাবে??????? * কেন এত ক্রিকেটার একসাথে ইনজুরির শিকার? তারা কি কি ব্যবস্থা নিয়েছে তাদের ফিটনেস ঠিক রাখার জন্য?? আমার যা মনে হয়: # আমি হলফ করে বলি আমাদের পাড়ার গলির ক্রিকেটারদের শাহাদৎ এর এই সব বলে ২০+ রান নিতে খুব কষ্ট করতে হবে না। # মাহমুদ উল্লাহও বারবার খারাপ করার পর দলে এটা বাংলাদেশের নির্বাচক মন্ডলীর অদুরদর্শীতা অথবা স্বজনপ্রীতি ব্যতিত অন্য কিছু মনে হয়না!!!!!!! # অন্যসব দেশে খারাপ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরে দারায়। আমাদের দেশে কি নি:স্বার্থ এমন কেউ বিসিবি তে আছে? সবাই শেয়ার করুন। আমাদের দেশের ক্রিকেট আমাদের আবেগ, ভালবাসা, চেতনা। একে ঠিক রাখার দায়িত্ব সবার।

না পাওয়ার দেশে আজ কিছু থাকলে যা নিয়ে আমরা গর্ব করতে পারি তা এই ক্রিকেট যা বিশ্বে অন্যদের মাঝে আমাদের আলোকিত করেছে। এত সহজে একে ধ্বংস হতে দেবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.