যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি আজ জামায়াত মিছিল করল।
এবং পুলিশের মাইর খাইল।
এটা কোর ঘটনা না।
আমাদের দেশে এইটা খুবই স্বাভাবিক।
যদিও আমি টিভিতে দেখিনাই।
সামু থাইকাই খবর পাইছি।
কিন্তু আমি ঠিক বুঝলামনা তারা কি রাজনৈতিক দল না?
তাদের তো রাজনিতি করার অনুমতি দেয়া হয়েছে।
তাহলে মিছিল করার অনুমতি দেয়া হবেনা কেন?
যদি মিছিল করার যোগ্যতা না থাকে তাহলে তাদেরকে রাজনিতি করতে দেয়া হল কেন?
আর আমি যতদূর বুঝলাম এটা পুর্ব ঘোষিত।
মানে পুলিশের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছিল।
তাহলে তারা অনুমতি পেল কেমন করে(আমার জানা মতে মিছিল মিটিং করার আগে পুলিশের অনুমতি নিতে হয়।
)
আর মিছিল শুরু করার পর কেন বাধা দিল?
আমার এই লেখা পরে কেউ ভেবে নিয়েন না যে আমি জামায়াত কে সাপোর্ট করি। আমার কাছে এইটা সবচেয়ে ঘৃনিত দল।
কিন্তু তাদের কে আমরা সমান অধিকার দেইনা কেন?
আর সমান অধিকার না দিলে নিষিদ্ধ ঘোষনা করে দেই।
কারন আমার মনে হয় আমার প্রশ্নগুলো সামনে এনেই জামায়াত তাদের প্রচারনা চালাবে।
কেউকি আমার প্রশ্ন গুলোর জবাব দিতে পারবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।