হাসিখুশির মানুষ ছিলেন আমার পরান কাকা (মোঃ জাকির হোসেন)। সবাইকে হাসিখুশি রাখতেনও । হঠাৎ মুছে গেল সবার হাসি , ভেঙ্গে পড়ল সব কিছু । সম্পুর্ণ অস্বাভাবিক ভাবে, গত সোমবার মাত্র ৩৩ বছর বয়সে আমাদের রেখে তিনি না ফেরার দেশে চলে গেলেন। রেখে গেলেন স্ত্রী-পুত্র, বাবা-মা, আত্মীয়-স্বজন।
মনকে আমি কিছুতেই বুঝাতে পারছিনা। সবাই বাকরুদ্ধ হয়ে আছি। অন্তত কিছুটা হলেও বুঝাতে পারতাম যদি মৃত্যুটা স্বাভাবিক হত।
এই ব্যাপারটা মনে আসলেই বিক্ষুব্ধ হয়ে উঠি । ক্ষত-বিক্ষত হচ্ছি বারবার ।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কিভাবে একজন মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুর কাছাকাছি চলে যায় ? শেষ মুহূর্তে বিনা জিম্মাদারিতে একটা হাসপাতালে রেখে পুলিশ চলে যায়? (ছবিটিতে ঘটনা বিস্তারিত আছে)। এই ঘটনার সুবিচার হওয়া দরকার ... পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড বেড়েই চলেছে ...ছয়ানীতে(আমার গ্রামে) টাকা দিয়ে পুলিশ কিনা যায়...অন্যের ইচ্ছায় যা খুশি তাই করছে পুলিশ !!... আর কত মায়ের বুক খালি হবে ? আর কত দেখব বিধবার কান্না ?...আর কত শিশু এতিম হবে?...কি জবাব দিব আমি?
উল্লেখ্য, এই রকম অনেক ঘটনাই আমাদের দেশে ঘটছে , এবং ক্রমাগত বাড়ছে ... আরকত? পুলিশ কি সভ্য হবেনা কোন দিন ?
..........................................................................................।
ছবিটি দেখতে এই লিঙ্কে যেতে হবে Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।