আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব
অর্থনিতির মানবিক বাহক হল মিডিয়া ।
আর মিডিয়া বহন করে মানবিক ধারা বা জ্ঞান । আজি যেভাবে আমাদের জেনারেশন হলিউড আর বলিউড মুখি তাতে ভবিষ্যৎ কল্পনা করা দূশাধ্য নয় । গ্লোবালাইজেশন এর অর্থনিতির ধারা ক্রমে ক্রমে সামাজিক পরিবর্তন কে করেছে বিশাল। এক বিশ্ব নামকারি ,গ্লোবাল ভিলেজ নামে আগ্রাশন চলছে।
বড় ক্যাপিটেলের দাসত্ব নিচ্ছে ছোট পুজি। ব্যাপারটা সকল ক্ষেত্রে কেন্দ্রিয় ভাবে নিয়ন্ত্রিত না হলেও সময়ের চাকায় সভ্যতার যুদ্ধ ক্ষেত্র আজ অর্থনিতি।
আমাদের বাবারা যুবক বয়সে আর দাদারা অনেকে ইহকালেও মোবাইল দেখে নাই আর এখন মোবাইলে শারুখ খানের চাম্মাক চাল্লো গান ডাউনলোড করুন মেসেজ আসে । অর্থনীতির ধারা মানুষ কে টানছে বড় ক্যাপিটালের কাছে । অবচেতন ভাবে দুষিত হচ্ছি ভিন্ন সমাজের ভাব ধারায়।
হারিয়ে ফেলছি সাতন্ত্রতা ।
বিশ্বায়ন এর অর্থনিতির বেরাজালে আজ আমাদের বাঙালি জাতিসত্তা ধংশ্বের মুখে। প্রাচ্যমুখি মিডিয়ার ধারায় গা ভাশিয়ে আজ আমরা বেড়ে উঠতে শিখছি। ভিন্ন জীবনধারার প্রভাব আমাদের এই ২০১১ সালে যা , তা যদি চলতে থাকে, তাহলে পরবর্তি ৪০০ ব্থসরের মধ্যে হয়ত লোপ পাবে বাঙ্গালির বাংলাদেশি সভ্যত।
মানুশ গুলো হবে নগ্নতালোভি রোমান গৃক দের পাতি সহচর।
বাঙালি সভ্যতার বিলোপ ঘটবে সত্যিকারে।
জতিয়তাবোধ জন্মপ্রদত্ত নয় একে গঠন করতে হয়। কখনো কোন জাতি টিকে থাকে না তার সতন্ত্রাত না থাকলে । সাতন্ত্রতা হিন মানব জনপদে বসবাস করে ব্যাক্তি মানুষ যার কোনো অতিতের পরিচয় নেই ।
স্বাধীনতা র পর থেকে আমাদের জাতীর পরিচালকেরে জাতি নিয়ে যতটুকু ব্যাস্ত তার থেকে বেশি ব্যাস্ত বালিশে টাকা ডোকাতে ।
কল্পনা করুন ১১০১১ সালের কোনো প্রত্নতাত্তিক পেল হারিয়ে যাওয়া কিছু সিডি । উচ্চ ক্ষমাতাস্মপ্পন্ন ডাটা রিকভারির মাধ্যমে পেল পথের পাচালি,ওরা ১১ জন, স রেং বউ কিংবা মনপুরার কিছু অস্পস্ট ক্লিপ। ১১০১১ সালের হিস্টোরি চ্যানেল এর একটা ছোট স্লট থাকবে ''Amazing emotions of Bengal - lost People " । কেউ কেউ অবাক হবে, শত ব্যাস্ততার মানুষ্য সভ্যতায় , আমাদে আমাদেরি বাঙ্গালী প্রজন্ম দেখে অবাক হবে । জানবেনা তারাই ছিল সেই সভ্যতার উত্তরাধিকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।