দেশকে নিয়ে রাজনীতি। দেশের মানুষকে নিয়ে রাজনীতি। আসলে এটা কি সত্যিকারের রাজনীতি না বদনীতি তা কিন্তু সত্যিই বোঝা মুশকিল। সত্যিকার অর্থে তারা দেশের মানুষের কথা কতটুকু ভাবছে এটা বলা মুশকিল। বর্তমানে দেশের মানুষকে নিয়েই চলছে রাজনীতি।
সবাই শুধু আছে নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত। ক্ষমতা পেলেই শুরু হয় ক্ষমতার লড়াই। আসল চিন্তাটা কিন্তু কেউ করেনা। এই দেশের যে শতকরা ৮০ ভাগ লোক গ্রামে বাস করে এবং তারা যে কতটা দুর্বিষহ জীবন-যাপন করছে সেকথা কিন্তু রাজনীতিবিদদের মাথায় নেই। তাদের মাথায় একটাই চিন্তু দেশ দেশ।
দেশটাকে যে তারা রসাতলে নিয়ে যাচ্ছে এটা আমরাও কিন্তু কেউ ভাবছি না।
রাজনীতি সত্যিই একটা কঠিন বিষয়। এই রাজনীতি করা মানুষগুলো আরো কঠিন। কারণ তাদের ভিতরে দয়ামায়া বোধয় একটু কম। তাদের মুখে মধু অন্তরে বিষ।
নির্বাচনের সময় মুখে বলে এককথা আর নির্বাচনে জেতার পরে হয় আরেক কথা।
দয়া করে সবাই একটু দেশটাকে নিয়ে ভাবুন। দেশের মানুষকে নিয়ে ভাবুন। তাতেকরে দেশেটার উন্নতি হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।