আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকজন অভাগা।

ভালবাসি বন্ধুত্ব। । অবশেষে আসিল মাহেন্দ্রক্ষণ,আরাধ্য সেই ছুটি,ঘুচিল অপেক্ষার প্রহর। অতীব আনন্দে ধেই ধেই করে একসাথে বাড়ি যাইবার জন্য আমরা ৭জন একসাথে ১০দিন আগে ১০ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটিয়াছিলাম কিন্তু আজ যাইবার বেলায় হইল কি? ৩জন মিস। না না ওরা ট্রেন মিস করেনি,অতিরিক্ত ভীড়ের চাপে উঠিতে পারে নি।

তিল কেন বাতাস ধারনেরও এতটুকু জায়গা নেই ট্রেনে,একদম ত্রাহিত্রাহি অবস্থা। সবাই যেন একেকটা স্ট্যাচু,নড়াচড়া করিবার কোন সুযোগ ই নাই। এমনকি দরজা শুদ্ধা ব্লক। তাই একপর্যায়ে অসহ্য হয়ে চরম বিরক্তি নিয়া ওরা আর উঠেনি। নিজেদেরকে এরকম অভাগা আর কখনো মনে হয়নি।

আমি আমার জীবনে এইরকম ভীর আর কখনো দেখি নাই। ট্রেন ছাড়িল,ধীরলয়ে চলিতে শুরু করিল ঐ মূহুর্তে মনটা ইকটু খারাপ হইয়া গেল। বুকের ভেতর কেমন জানি একটা মোচড় দিয়া উঠিল। কিছুই করিতে পারলামনা,,চেয়ে রইলাম নির্বাক শুন্য দৃষ্টিতে,বিদায়ের এরকম দৃশ্য অত্যন্ত হৃদয়বিদারক...!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.