আমাদের কথা খুঁজে নিন

   

অভাগা দেশের রাজনীতি !!!

ভালোলাগে ভালোবাসা, স্নেহ-মমতা, অসীম-বিশ্বাস, নীলদিগন্তে বিচরণ আর ভালোলাগে ব্লগে আপনাদের সঙ্গে সময় কাটানো...

দেশ থাকলে রাজনীতি থাকবে, মানুষ হলে থাকবে তাঁর সুখ-দুখের অনুভুতি, থাকবে মানুষের জন্ম -মৃত্যু তারিখ । কিন্তু একি আমাদের বাংলাদেশের রাজনীতি ? একজনের যখন শোক দিবস অন্যজনের সেই দিন জন্ম তারিখের মহা ধুমধাম সহকারে বয়েসের সমান (পাউন্ড) ওজনে কেককাটা। হায়রে আমার কপাল কোন দেশে জন্ম হলো ?? এক দল আসলে আরেক দলের ভাস্করর্য ভেঙ্গে ভেলে !!! মানুষের প্রতি শ্রদ্ধা কি দেশ থেকে উঠে গেল । পাঠক আপনি বলতেই পারেন এই দিনে কি কারও জন্ম দিন পালন হতে পারেনা ? সেটা নিশ্চয় হতে পারে এবং হবে কিন্তু সেটা সবার জন্য পালন করা কতটা উচিত বলে আপনি মনে করেন ?? তার উপর ওনার সার্টিফিকেটে এই তারিখ নাকি লেখা নাই । প্রিয় পাঠক !! আপনারা নিশ্চয় জানেন পাশ্ববর্তি দেশ ভারতের বড় নেতাদেরও বাংলাদেশের নেতাদের মতো হত্যা যজ্ঞের শিকার হতে হয়েছে, সেখানেও অনেক রাজনৈতিক দল আছে কিন্তু কখনও শুনেছেন কেউ কখনও বড় বড় নেতাদের ব্যাপারে কোন মন্তব্য করতে ।

আপনি আমেরিকার দিকে তাকান সেখানকার প্রথম প্রেন্সিডেন্ট সম্পর্কে কেউ কখনও অসন্মানের কথা বলেছেন । তাকান দক্ষিণ আফ্রিকার দিকে বর্ণবাদী জীবন্ত কিংবদন্তী নেতার দিকে । সেই দেশের কোন রাজনৈতিক দলকে কখনও জীবন্ত কিংবদন্তী নেতার প্রতি আঙ্গুলী নির্দেশ করতে, যেটা বাংলাদেশে হরহামেশায় হচ্ছে । মনে রাখবেন নেতা সৃষ্টি করা যায়না উৎপত্তি হয় । আর একটি কথা না বেললেই নয় সেটা অবশ্য আমার কথা নয় বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র '' প্রত্যেক ক্রিয়ারই একাটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ।

'' অথাৎ আপনি যদি অন্যের প্রতি সহনশীল না হন ,তাহলে আপনার প্রতিও অন্যরা সহনশীল হবেনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।