"মাসুদ পারভেজ মিঠু" দ্যা "পেক পেক পেক" বয়!!!
হাটি হাটি পা পা করে ২০১১ সাল চলে যাচ্ছে। বাংলা সিনেমার আরেকটি গৌরবউজ্জল বছরের শুভ সমাপ্তি! এই বছরে আমাদের শাকিব খান ওরফে কিং খান ছিলেন সকলের নয়নমনি! এহেম কোন পরিচালক প্রযোজক মনে হয় নাই যে উনারে সিডিউলের জন্য মিসডকল দেন নাই (!) (কল দিছিলেন মনে হয় কিন্তু শাকিব খান বিজি থাকায় ফোন না রিসিভ করতে পারার কারনে মনে হয় মিসড কল হয়ে গেছে)! হাস্যরসাত্মক একশন মুভির জন্য আলোচিত ছিলেন প্রযোজক কাম নায়ক অনন্ত। নায়কের মধ্যে রিয়াজ আঙ্কেল, ফেরদৌস চাচ্চু, আমিন খান (খান, ফ্রম দ্যা এপিগ্লোটিস), বাপ কা বেটা মারুফ, সম্রাট এদের ব্যাপক উকিঝুকি ছিল।
নায়িকাদের মতো বরাবরের মতো ফাল পারছিলেন চিনা পরিচিতরাই। এই বছরে মন্ডালয় ডজন পার করে ফেলেছেন আমাদের অপু আপু, মোটত্বের কারনে শাবনূর বেশী অভিনয় করতে পারেন নাই বিধায় উনাকে তেমন দেখা যায় নাই।
ফাল পারার মাঝে আরো ছিলেন সাহারা চাচ্চি, নিপুন আন্টি, এবং বর্ষা আপু।
আচ্ছা পুরান কথা যাউকগা। নতুন কথায় আসি। সম্প্রতি এক অঘোষিত অখ্যাত নাম নাই পত্রিকায় তারা তাদের নতুন বছরের নতুন সপ্নের কথা জানিয়েছেন! আসুন আমরা উপভোগ করি!
আজকের আয়োজন শুধু নায়কদের নিয়ে
ইস্টিং ডিস্টিং স্টার্ট
শাকিব খান ওরফে কিং খান
হাঁ ! হাঁ ! হাঁ ! আমি আর নতুন বছরের কথা কি বলব। পরিচালক, প্রযোজকরা তো আল্লাহর দেয়া বছরের ৩৬৫ দিনটাকে হট আই মিন গরম এবং বিজি করে রাখেন! তবে প্রতি বছরই আমার ইচ্ছা থাকে বছরে দুই তিনটার বেশী ছবি করব না ।
কিন্তু, পরিচালক, প্রযোজকদের অনুরোধে কখন যে বছরে ছবির সংখ্যা ডজনে গিয়ে দাঁড়ায় বুঝতেই আমি পারি না ! তবে এখন আমি অনেক ভালো ছবি করি এবং ভবিষ্যতেও করব আশা করি! আমার গলার স্বর এখন আরো মোটা হয়েছে। তাই এখন আগের চেয়ে অনেক জোরে “চৌধুরী সাহেব” বলে ডাকতে পারবো। তবে আমি চাচ্ছি আগামী বছরের কিছু সময় জিম করে কাটাবো। ম্যানলি একটা ফিগার গেইন করতে হবে! আগে তো চুলে বেন্ড বাধতাম এখন আশা করি ঝুটি বাধতে পারব। ইংলিশটাকে কি আয়ত্বে আনতে ট্রাই করব।
আর এইবারেও আমার আশা অনেক অনেক অনেক সামাজিক ছবি আপনাদের উপহার দিতে পারব। সবশেষে বলব যে আমার জন্য দোয়া রাইখেন যাতে বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখানোর মত একখানা ছবি করতে পারি। অনেক দিন যাই না ওইখানে। আজকে আর না। কান্না আসতেছে মনে হয়।
সাডেনলি ভবিষ্যত বউয়ের কথা মনে আসছে কবে যে বিয়া করুম
ফেরদৌস
একচ্যুয়ালি আমি এখন এইপারে খুব বেশী একটা সময় দিতে পারছি না। ওইপারেতে আনাগোনা একটূ বেশী করছি তো। আমি আসলে বাচ্চাকাল থেকেই চাচ্ছি সামাজিক ছবি করতে। যেহেতু এইখানে খুব একটা পরিবেশ পাচ্ছি না সেহেতু ওইপারটাই আমাকে এখন বেশী টানছে। আর একটা কথা, আমাকে কি মোটা লাগে? সবাই বলতেছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি।
আপনিই বলুনতো ৮৫ কেজি কে কি কেউ মোটা বলে? একটা কথা বলি। কথাটা ছাপাবেন না কিন্তু। আমাকে এখন কোন পরিচালক তেমন একটা ডাকেন না। কি করি বলুনত। তবে এইটার একটা পজিটিভ দিক আছে।
বউ বাচ্চা নিয়া একটু আজাইরা সময় ভালোই কাটাচ্ছি। ২০১২ সালেও মনে হয় আমাকে ওইপারে থাকতে হবে। তবে আমি কিন্তু মনেপ্রাণে চাই দেশের ছবিতে অভিনয় করতে। ভাল চিত্রনাট্য পেলে আপনারা আমাকে শিগ্রই দেখতে পারবেন পর্দায়। ভালো থাকবেন।
রিয়াজ
আসলে আমি নিজেও জানিনা ২০১২ সাল আমার কেমন যাবে। ২০১১ সালেও তো আপনারা বড় পর্দায় আমাকে তেমন একটা দেখেন নাই। এইবারও দেখবেন কি না সিউর না। কারন এই মারদাঙ্গা ছবি কেন জানি আর ভালো লাগে না বিশ্বাস করবেন কি না জানি না মারামারির সময় আমি লাফ দিয়ে যখন মাঠিতে পরি তখন মনে হয় যেন আমার ভুড়ি গলার কাছে এসে পড়েছে। “হাজার বছর ধরে” “শ্যামল ছায়া” ছবির মত চিত্রনাট্য পেলে অবশ্যই আমাকে পাবেন।
বানিজ্যিক ছবিতে খুব একটা খাচ্ছে না আমাকে তা আমি নিজেও বুঝতে পারছি আর ছোট পর্দায় তো আমি আছি ই। ব্যাপার না। এক জায়গায় থাকলেই হলো। দেখা বলে কথা।
আমিন খান
আমার সম্পর্কে জানার আগ্রহ দেখানোর জন্য আপনাকে অনেক অনেক থাঙ্কু।
আসলে আমি, অমিত হাসান, আলেকজেন্ডার বো, মেহেদী আসলে একই পথের পথিক। আমরা ভালো ছবি করি কিন্তু কেন জানি মানুষ এইগুলাকে ১৮+ বলে। আশা করি এই বছর আই মিন ২০১২ সালে এইগুলা বলবে না। বললে পুরা ২১+ ই বলবে। আর আমি মাঝে মাঝে সঙ্গিতের অনুষ্ঠানে বিচারক হিসেবে যাই আশা করি এইবার ও মিস হবে না।
জানেন, আমি এখনো বুঝি না মানুষ কেন আমাকে বিচারক হিসেবে নেয়। (সাডেনলি তার মুঠোফোন বেজে উঠলো আর ইশারায় তিনি চলে যেতে বললেন)
কাজী মারুফ
২০১১ সালটা আমার জন্য স্বর্ণযুগ ছিল। ২০১২ সালে জানি কয়টা ছবি করব। দাড়ান, আব্বারে জিজ্ঞেস করে নেই। “আব্বা, এইবার জানি আমারে কয়টা ছবিতে নিবা?” আসলে এই বছর আমি আপনাদের একটা চমক দিতে চাই।
আমি এই মুহুর্তে বলব না ছবির সংখ্যা। তবে এই বছর একটা রেকর্ড করার সম্ভাবনা আছে। ইদানিং গোফটা অনেক বিরক্ত করছে। বুঝতে পারছি না এইটার সাথে কি রকমের ব্যবহার করা উচিত। এইটা নিয়েও একটা চমক থাকবে আশা করি।
মারামারি আমি ভালবাসি। এই বছরটাও আশা করি মারতে মারতে শেষ করে ফেলব। আজকে থাক। আপনাদের জন্য একটা চমক আছে সামনে। এইটার কাজ করতে যেতে হবে।
সায়োনারা!!!
অমিত হাসান
ওহ, কতদিন পর একজন সাংবাদিক আসলো আমার ভবিষ্যত অভিনয় কাজ সম্পর্কে জানতে। বলুন কি খাবেন? (কিছুক্ষন পর) দুঃখের কথা আর কি বলব, আমি চাই সামাজিক ছবিতে অভিনয় করতে। করিও। কিন্তু রিলিজ হবার পর কেমন করে জানি ছবিগুলা ১৮+ হয়ে যায়। আসলে দেশের মানুষের চিন্তাভাবনা এখনো আগের মতোই আছে।
একটু খোলামেলা হলেই ভাবে ১৮+ আমি সাধারনত সারা বছরই ছবির কাজে বিজি থাকি। ২০১২ সালটাও থাকব আশা করি। আর আমার ছবিগুলা অনেক নিম্ন হলে দেখানো হয় তো তাই আপনারা আমাকে তেমন একটা দেখেন না। যদি ওইগুলাতে যাইতে মন চায় তাহলে বছরের বেশীর ভাগ সময়ই আমাকে দেখতে পারবেন। (আল্লাহর দোহাই লাগে, ফ্যামিলি নিয়া আইসেন না) যাই আজকে।
ডাক পড়েছে।
অনন্ত
হেই, আই এম চো গ্লেড বিকুজ ইউ ওয়ান্ট টূ নো এবাউট মাই প্লেন ফর দ্যা ইয়ার ২০১২ একচ্যুয়ালি, আমি চাচ্ছি বাংলা ছবিতে একটা রিভলিউশন আনতে এই সব গতানুগতিক ছবি আমার ভাল লাগে না। আমার আগের ছবিগুলাতে মনে হয় দেখেছেন যে আমি কত উন্নতি আনতে চেয়েছি বাংলা ছবিতে। স্পেশাল ইফেক্টের ছড়াছড়ি। ২০১২ তেও দেখবেন আশা করি।
আসলে ২০১২ নিয়ে আমার বিস্তর প্ল্যান। এই বছর আমি ইনশাল্লাহ এমন সব ছবি উপহার দিব যাতে করে আপনাদের আর হলিউডের ছবি দেখার জন্য অপেক্ষা করতে হবে না। আমি বাংলা ছবিতেই হলিউডি ভাব নিয়া আসব। আর "ইপ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় মাই কান্ট্রি আই উইল ডিস্ট্রয় ইউ" টাইপের ডায়লগ মনে হয় আর শুনতে পাবেন না। ওকে।
আই হেভ সাম ওয়ার্ক। নিড টু গো। চি ইউ লেটার।
এই ছিল আমাদের দেশের কয়েকজন নায়কের ২০১২ সালের জন্য ভাবনা। অলস মস্তিষ্ক থেকে উৎপন্ন কিছু ভাবনা থেকেই এটা তৈরী।
এইটা জাষ্ট একটা ফান পোষ্ট। কেউ কিছু মনে করলে নিজ দায়িত্বে মনে করবেন প্লীজ।
সবাই ভালো থাকবেন।
পেক পেক পেক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।