বাহরাইনে মোতায়েন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বলেছে, এটি হরমুজ প্রণালির স্বাভাবিক কাজকর্মে কোন ধরনের ব্যাঘাত সহ্য করবে না। ইরান প্রয়োজন মনে করলে প্রণালিটি বন্ধ করে দেবে বলে হুমকি দেয়ার পর মার্কিন নৌবহর এ সতর্কবাণী উচ্চারণ করলো। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একজন মুখপাত্র আজ (বুধবার) বলেছেন, "(হরমুজ প্রণালির) স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এ অঞ্চলে (এ নৌবহর)শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে"। তিনি আরো বলেন, "হরমুজ প্রণালি দিয়ে পন্যের স্বাভাবিক চলাচল আঞ্চলিক ও বৈশ্বিক উন্নতির জন্য অতি জরুরী.... এর কোন ব্যত্যয় সহ্য করা হবে না"। ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালি পারস্য উপসাগরের সঙ্গে আন্তর্জাতিক পানিসীমার সংযোগ স্থাপন করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল এই হরমুজ প্রণালি দিয়েই রপ্তানি করা হয়। ফলে আন্তর্জাতিক তেলের বাজারের স্থিতিশীলতা হরমুজ প্রণালি চালু থাকার ওপর বহুলাংশে নির্ভরশীল। ইরান বহুবার বলেছে, দেশটির ওপর হামলা হলে তেহরান নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছে। এর একটি পথ হতে পারে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।